
অসাধারন কিছু ছন্দ লেখা পিকচার কালেকশন এ আপনাকে স্বাগতম। এই লিখা পিকচার গুলো আপনারা ডাউনলোড করে আপনাদের যে কোন কাজে ব্যবহার করতে পারবেন। সকল ছন্দ লেখা পিকচার একদম HD. আপনাদের প্রিয় মানুষ দের সাথেও ছন্দ লেখা পিকচার গুলো শেয়ার করতে পারেন। ২০২২ সালের সকল ছন্দ লেখা লেখা পিকচার দেখে নিন।
ছন্দ লেখা পিকচার
যা মানুষ এর আবেগ সরাসরি প্রকাশ করে তা হলো ছন্দ লেখা পিকচার। মনের গহীণ থেকে আসে এই পিকচার গুলোর কথা। এমনই মন জয় করা কিছু ছবি যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। বুকের ভিতর থেকে ভালোবাসা জাগিয়ে তুলবে। চলুন চোখ দেওয়া যাক ছন্দ লেখা পিকচার এ

শত অবহেলা পাওয়া মানুষটাও
একসময় বাঁচতে শিখে যায়
শুধু একটু সময়ের অপেক্ষা
দেখে নিন:
- আবেগি মনের কিছু কথা : আবেগি কষ্টের স্ট্যাটাস 2022
- নিজেকে নিয়ে স্ট্যাটাস : নিজেকে নিয়ে উক্তি ২০২২
- মৃত্যু নিয়ে উক্তি : মৃত্যু নিয়ে স্ট্যাটাস, বাণী, কবিতা,কিছু কথা
- ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস, কার্ড, মেসেজ বানী,উক্তি,পিক,ছবি ২০২২
- টাকা নিয়ে উক্তি – ৫০ টি বিখ্যাত উক্তি

কষ্ট দিয়ে চলে
সবাই যেতে পারে,
ভালোবেসে সারাজীবন
আগলে রাখতে কজন পারে?

কস্ট আমার বুকের পাঁজর,
বুকে চেপে রাখি
অসহায় মন নিয়ে সবার মাঝে হাসি।
সুখ আমার চোখের কাঁটা
থাকে সে দূরে
তাইতো আমি একা একা নিরবে যাই কেঁদে।
Also Check: Imo profile pic
Also Check: পর্দা করা প্রোফাইল পিক
Also Check: বোরকা পরা প্রোফাইল পিক
Also Check: ছন্দ লেখা পিকচার
Also Check: ফুলের পিকচার
Also Check: Wallpaper গোলাপ ফুলের ছবি ডাউনলোড
Also Check: কালো গোলাপ ফুলের ছবি

চাইলে তুমি হারিয়ে
যাঈ রাজাহীন কোন
রাজ্যে, জন শুন্য কোন রাজ্যে!

বালিকা,
তোমার উরুর উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয়তো
আনার ধারা হয়ে উঠবে না, তুমি বরং অন্য ডাল খুঁজো।
দূরদর্শী

আমার শহর নাটুকে থাক
তকমা লেখা স্বার্থপর;
তোর উষ্ণতা কবিতায় বাঁচুক
হিংসে করুক শীতের শহর।

দুক্ষের সময়ে
সুখের কথা
মনে করার মতো দুঃখ
আর কিছুতেই নেই

প্রেম আসে মানুষের
জীবনে আলো নিয়ে,
আর প্রেম যখন চলে যায়
কাউকে ফেলে-
তখন তার মনে হয় মরন
কান্না যেন তাকে ছুঁয়ে যায়।

প্রয়োজন ছাড়া কেউ
কাছে আসে না…
বন্ধু বলো আর বান্ধব বলো
স্বার্থ ছাড়া কেউই
ভালোবাসে না…!!!

অন্য কারো হাতে
তোমার সুখ
আমানত দিও না,
কারন সে হারিয়ে
গেলে সুখকেও
তার তুমি খুঁজে
পাবে না…।!!!

কি করে
বলি
তোকে ছাড়া
থাকতে কত
কষ্ট
আমার…

এখন আমার পুরনো কথা গুলো
মনে পরলে কষ্ট হয়না,
হাসি পায় এটা ভেবে
সত্যই কত বোকা ছিলাম
তোর মতো একজন কে
ভালোবেসেছিলাম।

ভালোবাসতে
শুধুই মন লাগে কিন্ত
তাকে টিকিয়ে রাখতে
মনের জোড় কিংবা
সাহসও লাগে

প্রকিত ভালোবাসা তো সেটাই
যাদের রাগ করতে ও
দেরি হয় না
আবার রাগ ভাংগাতেও
দেরি হয় না

পৃথিবীতে কেউ কারোর নয়!!! জীবন নামের কঠিন পথে্ নিজেকেই একা চলতে হয়।। পথ দেখে পেওয়না ভ্য!! চলতে থাক দেখবে একদিন তোমার হবে জয়...

আম মিষ্টি, জাম মিষ্টি,
তেতুল বড় টক,
তোমার সঙ্গে প্রেম করতে
আমার ভারি সখ।

তেঁতুলের পাতা ঝিরি ঝিরি
লেবুর পাতা গন্ধ,
তোমার আমার ভালোবাসা
হবে না তো বন্ধ…???
শেষ কথা
আশা করি ছন্দ লেখা পিকচার গুলো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এমন পোষ্ট আরও চান তাহলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ!
Leave a Reply