
শিক্ষার্থীদের জন্য মোটিভেশন হচ্ছে আমরা তাদের যে শিক্ষা দিয়ে তাদেরকে মানুষ করে গড়ে তুলব তারা সেইভাবে গড়ে উঠবে। তাই শিক্ষার্থীদের শিক্ষক যারা আছেন তাদের উচিত এমন শিক্ষা দিয়ে পরিপূর্ন মানুষ হিসেবে পেতে হলে তাদের সাথে থেকে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষৎ এখন থেকে তাদের সাথে লেগে থাকতে হবে জ্ঞান ধারণা দিয়ে অনেক কিছু তাদের বোঝার রয়েছে যেগুলো আমরা তাদের মোটিভেশন অনুযায়ী কাজ করতে হবে। দেশের প্রতিটি শিক্ষক যদি তাদের সাথে থেকে এমন কিছু করতে হবে আসলে আমরা যারা শিক্ষার্থীদের মজবুত করে পারিবারিক শিক্ষা দিয়ে এবং এর পাশাপাশি পরিবারের দায়িত্ব রয়েছে তাদের খেয়ার রাখা।
সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক
যেটা আপনি অর্জন করতে চান
মনে রেখো তোমার
প্রতিটি সংকল্পই তোমার
ভাগ্য নির্ধারণ করে।
তোমার পরে যাওয়া
মানে হেরে যাওয়া নয়
তুমি মানুষ কোনো দেবতা নয়
পরে যাও ওঠো দৌড়াও
নিজেকে গড়ে তোলো।
পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে
সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে।
সংরক্ষণ করুন যখন অপচয় করছে।
নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবাস্বপ্ন দেখে।
টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে
ভালো পরিবার তৈরি করতে পারবে না।
টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে
কিন্তু ঘুমকে নয়।
টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে
কিন্তু সময়কে নয়।
টাকা দিয়ে বই কিনতে পারবে
কিন্তু জ্ঞান নয়।
টাকা তোমায় অনেক বন্ধু দেবে
কিন্তু ভালোবাসা নয়৷
নিজের উপর বিশ্বাস রাখো তোমার
দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই
যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে
এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই।
সমস্ত শক্তিই তোমার ভেতরে
বিরাজান রয়েছে নিজেকে
কখনোই দুর্বল ভেবো না। ওঠো
নিজেকে জাগিয়ে তোলো নিজের
ভেতরের শক্তিকে চিনতে শিখো
তারপর দেখবে জগৎ একদিন
তোমার হাতের মুঠো৷
একজন মানুষ যত বড় হতে
চায় তত বড় হতে পারবে।
যদি সে নিজের ওপর বিশ্বাস
রাখে তার যদি সাহস আর
পরিশ্রম থাকে এবং সে যদি
বড় অর্জনের জন্য ছোট
ত্যাগ স্বীকার করতে রাজি
থাকে তার পক্ষে যে কোনও
কিছু সম্ভব।
চাঁদ আর সূর্যের মধ্যে
যেমন কোন তুলনা হয় না
ঠিক তেমনি তোমার
জীবনটাকেও অন্যের সাথে
তুলনা করো না।
যার যখন সময় আসবে
সে তখনই জ্বলে উঠবে।
সফল মানুষেরা কাজ করে যায়
তারা ভুল করে শোধরায় কিন্তু
কখনও হাল ছাড়ে না ” কনরাড হিলটন
বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ
করতে পারে না কারণ তারা লক্ষ্য নিয়ে
ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের
ক্ষমতার ওপর পুরোপুরি বিশ্বাস করে না।
বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে
চায় এবং কিভাবে পৌঁছাতে চায়।
প্রতিটি শিশুর জীবনে তার একজন
উত্তম শিক্ষকের পালনীয় ভূমিকায়
গুরুত্ব অপরিসীম। জন পোর্টাল
খাবার যতই দামী হোক পচে
গেলে তার যেমন কোন
মূল্য থাকে না
ঠিক তেমনি শিক্ষা যতই
থাকুক না কেন মনুষ্যত্ব না
থাকলে সেই শিক্ষার কোন দাম নেই।
জীবনে উন্নতি করার জন্য যেসব কাজ করা উচিত আমরা মোটিভেশন এর মাধমে তার পাশাপাশি যে দায়িত্ব থাকা উচিত আমরা মনোযোগ সহকারে লেখাপড়া করে মানুষের মতো মানুষ গড়তে পেরে নিজেকে অনেক গর্ব মনে হবে আসলে আমাদের দেশে এখন ও অনেক শিক্ষার্থী আছে টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদের পড়ালেখার সুযোগ করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। তাই আমরা বেকার যারা শিক্ষার্থী আছে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত কেননা এখন থেকে শিক্ষার্থীদের মোটিভেশন অর্থাৎ বিভিন্ন উৎসাহী দিয়ে আগ্রহী করে দিতে হবে তাহলে আগামীতে আমাদের দেশের শিক্ষার্থীদের অনেক উন্নতি সাধন করবে।
Leave a Reply