
জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য এবং জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেখে নিন আজকের এই জন্মদিনের কবিতাগুলো আপনার প্রিয় মানুষ এর জন্মদিন আরও সুন্দর ভাবে পালন করতে সাহায্য করবে।
আপনার প্রিয় মানুষের জন্মদিন কে আরও অনেক বেশি স্পেশাল করতে, আজকে নিয়ে এলাম ভালোবাসার মানুষের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস।
আজকের দিনে শুধু শুভ জন্মদিন প্রিয়তমা বা শুভ জন্মদিন প্রিয় বলে শুভেচ্ছা জানানো যথেস্ট নয়। প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা সবার থেকে আলাদা হওয়া চায়।
প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা এমন ভাবে জানাতে হবে যেন সে তা সারা জীবন মনে রাখে।
এমন কী কথা বললে বা কি বলে উইশ করলে সে সারা জীবন মনে রাখবে । তা জানতে আজকের পোষ্ট
পড়তে থাকুন।
Table of Contents
জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য
জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য কিছু মন মাতানো জন্ম দিনের ছন্দ যা আপনার প্রিয়তমার অন্তর ছুঁয়ে যাবে। দেখে নিই জন্মদিনের শুভেচ্ছা বার্তা গুলো । আপনি চাইলে গার্লফ্রেন্ড কে জন্মদিনের শুভেচ্ছা হিসাবে জানাতে পারেন।
“ওহে মিষ্টি সুন্দরী প্রীয়নী
আমার জীবন ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ!
তোমার প্রতি আমার ভালোবাসা
সব সময় অপরিবর্তিত থাকবে আমার হুর পরি!
শুভ জন্মদিনের শুভেচ্ছা।”
“আমার জীবনের সবচেয়ে গুরুতবপূর্ন উপহার তুমি
চিরকাল তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই,
তোমার অই সুন্দর আংগুলে একটি আংটি দিতে চাই
চিরকাল তোমাকে ভালোবেসে আগলে রাখতে চাই”
“এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ
প্রকীত ভালোবাসা হিসাবে আমাকে কাছে রাখার জন্য
তোমাকে দু চোখ ভরে দেখার সুযোগ দেওয়ার জন্য
চিরকাল বন্ধু হিসাবে রাখার জন্য
একটি উষ্ণ চুমু
এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!”
“একটি লাল গোলাপ আজকে তোমায় দিচ্ছি
আশা করছি এই দিনটি তোমার অনেক অনেক
ভালোকাটুক
যেমনটা কথা ছিল তুমি আমার ছিলে আছ এবং থেকো”
“আজকের এই খুশির দিনে কী বা দেব উপহার
বাংলায় নিও ভালোবাসা আর হিন্দিতে পিয়ার
শুভ জন্মদিন প্রিয়”
“আজকের বারোটায় একটু খানি
কাটিয়ে ঘুমের রেষ,
চোখ মেলে চেয়ে দেখ
একটি বছর শেষ
শুভ জন্মদিন”
“সূর্যের মত হও উজ্জ্বল
সাগরের মত চঞ্চল
আকাশের মত উদার আর
ঢেউ এর মতো উচ্ছল!
শুভ জন্মদিন প্রিয়তমা”
“রাতের তারা, সমুদ্রের ঢেউ আর ফুলের সুগন্ধ
সবাই একত্রিত হয়েছে
তোমাকে একসাথে বলতে-
শুভ জন্মদিন!”
জেনে নিন:
- ১০০০+ম দিয়ে ছেলেদের ইসলামিক নাম ২০২২
- বউ কে নিয়ে রোমান্টিক কবিতা, উক্তি, ভালোবাসার কবিতা, স্ট্যাটাস ম্যাসেজ-২০২২
- Game খেলে টাকা আয়:গেম খেলে টাকা আয় বিকাশ App 2022
- ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস 2022
- Mission Extreme mlwbd Full movie download
Birthday wish for boyfriend Bangla- বাংলায় জন্মদিনের শুভেচ্ছা
চারদিকে সবাই শধু প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা নিয়ে লাফা লাফি করছে। আমাদের ছেলেদের বাংলায় জন্মদিনের শুভেচ্ছা নিয়ে কোন কথাই নেই 🙁 আপনার স্পেশাল মানুষ এর জন্মদিনের জন্য Beginer Studio এর পক্ষ থেকে Birthday wish for boyfriend Bangla নিয়ে এলাম-
“তোর জন্য ভালোবাসা লক্ষ গোলাপ জুই
হাজারো মানুষের ভিডে আমার বুকে
থাকবি তুই!”
“সুন্দর এই দুনিয়ায় জীবন তুমার সুন্দর তম হোক
পুরন হোক প্রতিটি আশা, প্রতিটি স্বপ্ন
বেচে থাক হাজার বছর!
”
“ ভালোবাসি আজ, সারাজীবন বাসব,
তোমার স্বপ্ন গুলো আমার করে বুকে আগলে রাখবো
সুখের ক্ষন গুলো অম্লান হয়ে সারাজীবন থাক তোমার জীবনে
এই কামনা করি
Happy Birthday my dear boyfriend”
“ তুমি আমার জীবনকে
সাজিয়ে দিয়েছ ভালোবাসায়
সত্তিকারের বন্ধু তুমি চির প্রেম আমার
শুভ জন্মদিনের শুভেচ্ছা ”
“জন্মদিন প্রত্যেক বছর আসে
কিন্তু তোমার বন্ধু সারা জীবনে একবার ই আসে
তোমাকে পেয়ে আমি ধন্য
শুভ জন্মদিন প্রিয়।”
“রুপকথার সেই রাজপুত্র তুমি
দুই নয়নের আলো
সারা জীবন এমনকরে বেস আমায় ভালো।
তুমি আমার জীবন মরন আমার চলার সাথী
তুমায় ছাড়া একলা রাতে কেমন করে থাকি 🙁
শুভ জন্মদিন প্রিয় তম আমার!”
ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ভিডিও
বর্তমান সময় এ ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ডে তে ভিডিও শেয়ার করার মাধ্যমে মনের ভাব শেয়ার করা একটি ফ্যাশন এ পরিনত হয়েছে। আপ্নীও যদি ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ভিডিও পাঠানোর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠাতে চান। তাহলে এখানে আপানার জন্য
সেরা জন্মদিনের শুভ জন্মদিনের স্ট্যাটাস ভিডিও দেওয়া হলো।
জন্মদিন নিয়ে উক্তি- জন্মদিনের বার্তা
এতক্ষনে আপনি পেয়ে গেছেন জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য, ভালবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ভিডিও, জন্মদিনের শুভেচ্ছা বার্তা, জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য, ইত্যাদি। তো চলুন দেখে নিই জন্মদিন নিয়ে উক্তি ও জন্মদিনের বার্তা।
জন্মদিন নিয়ে উক্তি-
“”আজকে আমার সবচেয়ে প্রিয় মানুষ এর জন্মদিন আর সেটি হচ্ছে তুমি। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবন সুন্দর গোছালো হয়ে গেছে। আজকের এই শুভ দিনে তোমাকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।””
“”আজকের আকাশ এত নীল কেন বলতে পার?
বলতে পার আজ কেন এন পাখি মিষ্টি সুরে গান করছে?
কেনই বা আজকের রোদ এত মিষ্টি?
কেননা আজকের এই দিনে আমার ভালোবাসা দুণিয়ায় এসেছে।
শুভ জন্মদিন প্রিয়। “”
“”তোমার সহজ সরল ব্যবহার আমায় মুগ্ধ করেছে।
তোমার ভালোবাসা করেছে আমায় ব্যকুল।
চির দিন তুমার সাথে থাকার জন্য মন আমার হয়েছে আকুল!
এমন ই প্রিয় তুমি তোমাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা।””
জন্মদিনের বার্তা
অগো বন্ধু অ প্রিয় তম, আজকের দিনে তুমি নামের ভালোবাসার প্রতীক দিনে দুনিয়াইয় এসেছে,
চারদিকে কুহু কুহু করছে বসন্তের কোকিল আমি হয়েছি মুগ্ধ।
এমনি মধুর ক্ষনে জন্মদিনের শুভেচ্ছা বাণী পাঠিয়ে দিতে চায় তোমার কাছে।
ওই যে দেখা যায় কালের যাত্রা যার বিবর্তনে পেয়েছি তোমায়। তোমার জন্মের এই দিন ফিরে আসুক হাজার বার তোমার জীবনে । শুভ জন্মদিন প্রিয়।
শেষ কথা
আপনার প্রিয় জনের জন্মদিন স্পেশাল করার জন্য বেস্ট জন্মদিনের কবিতা ভালবাসার মানুষের জন্য, জন্মদিন নিয়ে উক্তি, জন্মদিনের বার্তা প্রকাশ করলাম। ভালো লাগলে কমেন্ট এ জানাবেন। যদি ভালো লাগে পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।
Leave a Reply