পায়ে হেটে হজের উদ্দেশে রওয়ানা দিলেন শিহাব ছোট্টুর

হাঁটতে হাঁটতে পায়ের দাগ পরে গেছে তবুও থামে নি বায়তুল্লাহ অভিমুখে শিহাব ছোট্টুর হজ্জ্ব যাত্রা ভারতের কেরেলা থেকে হয়ে পাকিস্তান ইরান ইরাক আর কুয়েত পার হয়ে সৌদি আরবের মক্কা নগরীতে পৌঁছানোর দুরুত্ত ৮৬৪০ কিলোমিটার। রোদ বৃস্টি আর বিভিন্ন দেশের প্রতিকূল আবহাওয়া মধ্যে দিয়ে এতো দূরের রাস্তা পায়ে হেটে পারি দেওয়াকে অনেকেই আকাশ কুসুম কল্পনা মনে করেছিলেন।

 

কিন্তু একটানা ৫৮ দিন চলার পর তিনি ইতি মধ্যেই প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পারি দিয়েছেন। অর্থাৎ তার মূল গন্তব্য এর এক চতুর্তাংশ শিহাব ইতি মধ্যেই অতিক্রম করেছেন। এই মুহূর্তে শিহাব ভারতের রাজস্থান রয়েছেন এবং অল্প সময়ের মধ্যে বিখ্যাত ওয়াগা বর্ডার পারি দিয়ে তিনি পাকিস্তান এ প্রবেশ করতে যাচ্ছেন। পাকিস্তানের বিভিন্ন সূত্রে বরাতে জানা গেছে ওয়াগা বর্ডার দিয়ে পাকিস্তান প্রবেশের পর পর ভারতের মুসলিম যুবক শিহাব ছোট্টুর অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং উষ্ণ সম্মানপদক প্রস্তুতি চলছে।

তার সংবর্ধর্না অনুষ্ঠানে পাকিস্তানের রাজনৈতিক সামরিক এবং ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকার ভাবনা রয়েছে এ দিকে রওয়ানা দেওয়ায় পর থেকে প্রতিটি এলাকায় অসঙ্খ্য মানুষ থাকে এক নজর দেখার জন্য এবং মায়ার টানে ভালোবাসার টানে রাস্তায় ভিড় করতে থাকেন প্রচুর মানুষ। মুসলিম বটেই ভারতের হিন্দু সমাজ সামরিক এবং বেসামরিক প্রশাসনের বেপক সমর্থন আর প্রতুক পেয়েছেন শিহাব কেলের থেকে রওয়ানা পর কর্ণাটও গোহা মহারাষ্ট্র গুজরাট ও রাজস্থান সহ প্রতিটি এলাকার রাজ্য হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত মানুষ যাকে এক নজর দেখার জন্য সড়ক পথে নেমে এসেছে।

 

সব দিক থেকে পুষ্প বৃস্তিত হচ্ছে শিহাবের মতো পায়ে হেটে হজের সংকল্প করতে না পারলে তার বরকতময় সফরে প্রতিটি অংশগ্রহণ হিসেবে অসংখ্যা মানুষ তার সাথে কিছুটা পথ পায়ে হেটে পারি দিচ্ছে। দুই মাস আগে শিহাব রওয়ানা দেবার সময় শিহাব তার সাথে করে ১০ কেজি ওজনের একটা ব্যাগ নেন একটি ছাতা এবং কয়েকটা কাপড় নেন। এবং রাতে বিশ্রাম নেওয়ার জন্য ও থাকার পরিকল্পনা করেছিলেন বিভিন্ন এলাকার মসজিদে কিন্তু এই ঐতিহাসিক পথ ও যাত্রায় শুরু হওয়ার পর অনেক কিছু সহজ হয়ে গিয়েছে এই যুবকের জন্য।

 

তার ১০ কেজি ওজনের ব্যাগটি বহন করতে মানুষের মধ্যে হানাহানি শুরু হয়ে যেত লোকজন পালাক্রমে তার মাথার উপর ছাতা নেমে ধরছে। আগেই তার কাছ থেকে সিডিউল নিয়ে দামি কোনো হোটেল কিংবা বিলাসবহুল বাড়িতে তার আরাম ও থাকার জন্য এর পাশাপাশি খাওয়ার ব্যবস্থা করছে সাধারণ মানুষ। শিহাবের সাথে একবার হাত মিলাতে কিংবা দূর থেকে থাকে এক নজর দেখার জন্য মানুষকে ঘন্টার পর ঘন্টা পথের দুই পাশে তাদেরকে দেখা গেছে।

 

তবে কিছুটা অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে পায়ে হেটে শিহাবের এই হজ্জ্ব যাত্রায় পূর্ণ মাত্রায় সহযোগিতা করছে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার। ভারত ও সৌদি আরবের পূর্বর্তী দেশগুলোর মধ্যে পুলিশ দিয়ে ভারতের পতাকা দিয়ে ভারত দেখানোর চেষ্টা করছে। মুসলমানদের প্রতি তারা কতটা উদার এবং এদিকে পায়ে হেটে হজ্জ্ব যাত্রায় শিহাব তার পেইজে ভিডিও আপলোড করে সামাজিক মাধ্যমগুলোতে রাতারাতি সেলিব্রেটি হয়েছেন কেলেরার যুবক শিহাব ছোট্টুর ইনস্ট্রাগ্রামে তার ফলোয়ার প্রায় দুই মিলিয়ন ইউটুবে তার মনিটাইজ চ্যানেলের সাবস্ক্রাইব প্রায় ৬ লাখের কাছাকাছি।

 

ফেসবুক ছোট্টুর সহ অন্যান্য প্রতিদিন বাড়ছে ফলোয়ারদের সংখ্যা তবে পাক ভারত উপ মহাদেশে অনুকূল আবহাওয়া আর মানুষের সীমাহীন ভালোবাসায় শিহাব ছোট্টুর তার সহজেই পথ হেটে যেতে পারছেন ইরান থেকে থেকে শুরু করে ইরাক এবং সৌদি আরবের একই রকম সাহায্য কিংবা সমর্থন পাবেন কি না সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।এছাড়া উপ মহাদেশের মধ্য প্রাচ্যের আবহাওয়া বিরাট পার্থ্যক থাকায় এটি ও একটি চিন্তার বিষয় দাঁড়িয়েছে আরব মরুভুমি ভয়াভয় গরমের মধ্য ভারতীয় একজন যুবক কিভাবে পায়ে হেটে হাজার হাজার মাইল পথ পাড়ি দিবেন সেই প্রস্তুতি উত্তর হয়ত সময় বলে দিবে।

About Beginer Studio 180 Articles
Hey! This is Beginer Studio. Thanks for visiting us. We always try to deliver you the best status, quotes and many other tips or tricks. Follow us on social media to stay connected :)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*