
আপনি এত মহান এত শক্তিশালী তাসত্ত্বেও আপনি নীচে কেন বসেন। নীচে বসে থাকা মানুষের কখনোই পড়ে যাবার ভয় থাকে না। কারণ শক্তি এমন একটা জিনিস জোর করে শক্তি পাওয়া যাওয়া না এটাকে অনুভব করে নিতে হয় তাহলে দেখবেন যেকোনো পরিস্থিতিতে আপনি নিজেকে শক্তিশালী মনে হবে। আসলে আপনি যদি কাউকে ভালোবাসা দেন বা কারো সেবা করেন অথবা কাউকে টাকা দিয়ে সাহায্য করেন আপনার যতটুকু আছে সব দিয়ে দাও তাতে আপনার মঙ্গল হবে জীবনে অনেক শক্তিশালী হয়ে এই জীবনে অনেক কিছু করতে পারেন।
অনুপ্রেরণামূলক উক্তি
কিন্তু সাবধান বিনিময়ে কিছু না চাওয়াটাই ভালো এতে করে আপনার অর্জনের সম্মানটুকু কমে যাবে তারপর আপনার জীবনে নেমে আসবে কেবল দুঃখ। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না তাতে আপনার যে কোনো কাজ হোক চাইবেন কাজটি সময়ের মধ্যে সম্পূর্ণ করার তাতে আপনি অনেক শক্তিশালী হয়ে উঠবেন।
বিখ্যাত উক্তি বাংলা
তাড়াহুড়ো করে পাওয়া জিনিস
বেশি দিন টিকে থাকে না আর
যে জিনিস বেশি দিন ধরে টিকে
থাকে তা তাড়াহুড়ো করে
পাওয়া যায় না।
যে ব্যক্তি পাহাড়ে চড়ে সে ঝুঁকে
পাহাড়ে চড়ে আর যে নীচে নামে
সে নামে সোজা হয়ে দুলতে
দুলতে। এই কারণে যে ব্যক্তি
ঝুঁকছেন তিনি পাহাড়ে চড়ছেন
আর যিনি দুলছেন তিনি খুব দ্রুত
নীচে নেমে আসছেন।
যদি আপনি অনেক বড় সফলতা
অর্জন করতে চান তো ফেল হবার
জন্য প্রস্তুত হয়ে যান। কারন বার
বার ফেল হলেই আপনি নিজের
অসম্পূর্ণতা ধরতে পারবেন এবং এই
অসম্পূর্ণতা কে সামনে উন্নতি
করে যাওয়াই আপনাকে বড়
সফলতা এনে দেবে।
যখনি আপনি কিছু করার কথা ভাবছেন
তো আপনি এই তিনটে জিনসের প্রতি
ধ্যান দিন- ক্ষমতা আপনি সেই কাজটি
কতক্ষণ বিনা ক্লান্তিতে করতে পারবেন
এবং কিভাবে আপনি আপনার কাজ করার
ক্ষমতা বাড়াতে পারবেন।
আমি সঠিক সিদ্ধান্ত গ্রহণে
বিশ্বাস করি না বরং আমি
সিদ্ধান্ত গ্রহণ করে সেটিকে
সঠিক করে নিই।
কেবল শক্তি বা শক্তিশালী
ব্যাক্তিই জীবনের যুদ্ধে জয়ী হয়
না বরং সেই জয়ী হয় যিনি ভাবেন
যে তিনি অবশ্যই জিতবেন।
জীবন নিয়ে উক্তি
অনুপ্রেরণামূলক সকল ধরণের কাজে আপনার সাহস বাড়ানোর জন্য একান্ত যে সময়টা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আসলে আমরা অনেক ধরণের কাজে নিজেকে জড়িয়ে আগলে ধরে রাখতে পারি না। তার মূল কারণ হচ্ছে আপনার সাহস কম যার মাধ্যমে আপনি যে শক্তিশালী হয়ে এগিয়ে যাবেন সেটা হয়ে আপনার কাম্য নয়। তাই আগে আপনাকে যে রকম বার্তা সবার সামনে তোলে ধরতে পারবেন সেইদিন নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার একটাই মূল ধারা প্রথমে আপনাকে আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে কারণ এই দেশে আপনি কি করবেন কেমন করে নিজেকে শক্তিশালী করে ধরে রাখবেন সেটা একান্ত আপনার ব্যাপার।
নিজেকে নিয়ে উক্তি
তাই এসব বিষয় নিয়ে মন খারাপ না করে আগে আপনার জন্য অসীম লড়াই পড়ে আছে সেগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার মূল কাজের বৈশিষ্ট্য থাকা অবস্থায় আপনার যদি আপনি কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অধিক সময় নিয়ে নেন তো আপনি সেই কাজটি কোনোদিন সম্পূর্ণ করতে পারবেন না। কারণ এই কাজের প্রতি আপনার মায়া কমে যাবে যার বিকল্প তৈরি করতে আপনি আপনার মনকে সময় দিতে হবে তাহলে একদিন দেখা যাবে যেই কাজ শুরু করেছেন সেই কাজটি অতি তাড়াতাড়ি শেষ করে নিয়েছেন।
Leave a Reply