ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার 2022

আপনি কি জানেন এরকম অনেক সফটওয়্যার রয়েছে যা দিয়ে আপনি মোবাইলে ক্রিকেট খেলা দেখতে পারবেন? হ্যাঁ আজ আমি জানাবো আপনাদের এমন কিছু সফটওয়্যার ব্যাপারে যার মাধ্যমে আপনি যেখানে খুশি ইচ্ছে বসে ক্রিকেট খেলা দেখতে পারবেন লাইভ। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিভিন্ন ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার সম্পর্কে।

 

 

সরাসরি ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার

আপনি যদি একজন খেলা ভক্ত মানুষ হয়ে থাকেন তাহলে খেলা দেখার বিভিন্ন উপায় আপনার জানা থাকা দরকার। বর্তমানে বিশ্বকাপ ক্রিকেট চলছে, আর আপনি খেলা মিস করবেন তা কি হয়? মোবাইলে খেলা দেখার অনেক সুবিধা রয়েছে। যেমনঃ আপনি বাইরে বা কাজের জন্য বাসায় থাকতে পারছেন না, এমনতাবস্থায় খেলা চললে আপনি বাইরে বসেই মোবাইলে খেলা উপভোগ করতে পারবেন। তাছাড়াও আপনার বাড়িতে টিভি না থাকলে বা আপনি টিভিতে অভ্যস্ত না থাকলে মোবাইলেই খেলা উপভোগ করতে পারেন।

 

মোবাইলে খেলা দেখার উপায়

এবার আসল কথায় আসি, মোবাইলে খেলা দেখার উপায়। বিভিন্ন ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে আপনি যেকোনো খেলা মোবাইলে লাইভ দেখতে পারবেন। অ্যাপ মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেলা উপভোগ করবেন। লাইভ ক্রিকেট খেলা দেখার লিংক, সফটওয়্যার ও বিভিন্ন অ্যাপ সম্পর্কে আরো বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে। ভালোভাবে ধারণা নিতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

লাইভ ক্রিকেট খেলা দেখার লিংক

লাইভে ক্রিকেট খেলা দেখা অনেকের খুব পছন্দের। লাইভে না দেখলে খেলাই জমে ওঠে না অনেকের কাছে। হাতের কাছের এন্ড্রয়েডের মাধ্যমে খেলা দেখতে পারলে তো কথাই নাই। ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার রয়েছে। সেগুলো নিচে আলোচনা করা হয়েছে। ক্রিকেট খেলা লাইভে দেখার লিংক রয়েছে যেগুলো দিয়ে আপনি ক্রিকেট খেলা উপভোগ করতে পারবেন। সরাসরি সম্প্রচারিত ক্রিকেট খেলা দেখার কয়েকটি লিংক নিচে দেওয়া হলঃ

http://gp.bioscopelive.com/bn/?fbclid=IwAR1R

ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার

ক্রিকেট খেলা দেখার মোবাইলে কিছু সফটওয়্যার ব্যবহার করা হয়। আপনি চাইলেই মোবাইলে সেই সফটওয়্যারের মাধ্যমে লাইভ খেলা উপভোগ করতে পারবেন। নিচে সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচলিত সফটওয়্যারগুলো দেওয়া হলো। আপনি চাইলে আপনার এন্ড্রয়েড মোবাইলে সফটওয়্যারগুলো দিয়ে লাইভ খেলা দেখতে পারবেন। খুব সহজ প্রক্রিয়া।

 

জাস্ট মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। ঝামেলা নেই, একদম সহজে এবং এবং ফ্রি তে আপনি খেলা দেখতে পারবেন। সবচেয়ে প্রিয় কয়েকটি ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার এর নাম নিচে দেওয়া হলোঃ

G TV Live sports
live sports TV streaming
Live Sports HD Tv
SonyLiv
BINGE
Yahoo Sports
ZEE5

এগুলো মোবাইলে ব্যবহার করা যায় এমন সফটওয়্যার। এগুলো আপনার এন্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে ফ্রি তে ডাউনলোড করে খুব সহজেই সরাসরি খেলা দেখতে পারবেন। তাই এইগুলো সবার অধিক প্রিয় ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার।

 

ক্রিকেট খেলা দেখার আপ্পস

ক্রিকেট খেলা দেখার জন্য অনেকেই মোবাইল অ্যাপস ব্যবহার করে থাকেন। মোবাইলে ক্রিকেট খেলা দেখার জন্য এই অ্যাপস গুলো খুবই উপকারী। উপরেই মোবাইলে ক্রিকেট খেলার সফটওয়্যার বা আপস সম্পর্কে বলা হয়েছে। ওই অ্যাপস গুলো ই লাইভে ক্রিকেট খেলা দেখার জন্য যথেষ্ট। খুব সহজে মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ফ্রি তে ডাউনলোড করে ইন্সটল করে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার বা অ্যাপস গুলোর নাম আরো একবার উল্লেখ করা হলঃ

G TV Live sports
live sports TV streaming
Live Sports HD Tv
SonyLiv
BINGE
Yahoo Sports
ZEE5

জিটিভি লাইভ খেলা সরাসরি

ওয়ার্ল্ডের যেকোনো ম্যাচ দেখার জন্য জিটিভি খুব জনপ্রিয় ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার। এর জন্য আপনাকে যা করতে হবে তা হলো, প্রথমেই আপনার এন্ড্রয়েড ফোনের গুগল প্লেট স্টোরে যেতে হবে। সার্চ বক্সে live cricket TV HD লিখে সার্চ দিন। উপরেই দেখবেন live cricket TV HD নামে একটি অ্যাপ চলে আসছে।

 

এবার এটাকে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন। ব্যস, এরপর এটাকে ওপেন করে খুব সহজেই চলমান লাইভ খেলা দেখতে পারবেন। আপনি খেলা দেখতে পছন্দ করলে এই অ্যাপটির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখতে পারবেন। তাই এই অ্যাপটি খেলা ভক্তদের জন্য দুর্দান্ত একটি অ্যাপ।

 

 

উত্তরঃ যদি আপনার এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে অবশ্যই সম্ভব। মোবাইলে থেকে নির্ধারিত কিছু সফটওয়্যার বা অ্যাপ ডাউনলোড করে ইন্সটল করে আপনি লাইভেই ক্রিকেট খেলা দেখতে পারবেন।

প্রশ্নঃ ২: কোন কোন সফটওয়্যার মোবাইলে লাইভে ক্রিকেট দেখা যায়?

উত্তরঃ সবচেয়ে সুবিধাজনক উপায়ে মোবাইলে লাইভ ক্রিকেট খেলা উপভোগ করা যাবে এমন কয়েকটি সফটওয়্যার এর নাম হলঃ G TV Live sports, live sport TV streaming, Live Sports HD Tv, SonyLiv, BINGE, Yahoo Sports, ZEE5 ইত্যাদি।

উত্তরঃ সবচেয়ে বেশি উপকারী এবং সুবিধাজনক সফটওয়্যার বা অ্যাপ হচ্ছে G TV Live sports. কারন এটি সহজেই যেকোনো এন্ড্রয়েড মোবাইল এর গুগল প্লে স্টোর থেকে ফ্রি তে ডাউনলোড করে ইন্সটল করে লাইভ ক্রিকেট খেলা উপভোগ করা যায়।

প্রশ্নঃ ৪: কিভাবে জিটিভি এর মাধ্যমে ক্রিকেট খেলা দেখা যায়?

উত্তরঃ আপনার তো নিশ্চয়ই একটি এন্ড্রয়েড ফোন রয়েছে যেটা দিয়ে আপনি লাইভ ক্রিকেট খেলা উপভোগ করতে চান। সেই মোবাইলের গুগল প্লে স্টোর থেকে live cricket TV HD লিখে সার্চ দিলেই পেয়ে যাবে। উপরে আসা অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে খুব সহজেই লাইভ খেলা উপভোগ করতে পারবেন।

 

উপসংহার: আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে পড়েছেন এবং এবং এটি খুব উপভোগ করেছেন। এবং আপনি নিশ্চয়ই এটিও খুব ভালো হবে বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়েও চাইলে ক্রিকেট খেলা দেখা যায়। এখন অনেক ক্রিকেট খেলা দেখার সফটওয়্যার রয়েছে যা দিয়ে আপনি মোবাইলেই ক্রিকেট খেলা দেখতে পারবেন লাইভ। সম্পূর্ণ আর্টিকেলটি পড়া শেষ করে যদি আপনাদের এটি নিয়ে আর কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।

About Beginer Studio 180 Articles
Hey! This is Beginer Studio. Thanks for visiting us. We always try to deliver you the best status, quotes and many other tips or tricks. Follow us on social media to stay connected :)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*