আজকে আমরা অসাধারন মুভি Bachchan Pandey Review করতে যাচ্ছি। কেমন ছিল অক্ষয় কুমার (Akshay Kumar) এর বচ্চন পান্ডে হিন্দি মুভিটি? চলুন জেনে নিই-
যখন Bachchan Pandey Review এর সময় একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে অক্ষয় কুমারের লুক। অসাধারন ভাবে বচ্চন পান্ডে এর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। সেই সাথে Bachchan Pandey এর থিম সং বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সকলেই পছন্দ করেছেন। কিন্ত যত গুলো ভালোদিক রয়েছে তাঁর থেকে বেশি রয়েছে এই মুভির খারাপ দিক। এই হিন্দি মুভির গল্প স্ক্রিন প্লে সবকিছুই অনেক দুর্বল ছিল। যদিও সকলেই জানে এটি তামিল মুভির রিমেইক (Remake). এবং যে তামিল মুভি থেকে রিমেক করা হয়েছে সেটি কুরিয়ান মুভির রিমেক 🙂

যদি bachchan pandey bad review এর দিকে লক্ষ করি তাহলে ভালোকিছু দেখা যায় না বললেই চলে। মুভির প্রথম অর্ধ অসাধারন ছিল। যেহেতু বচ্চন পান্ডে একজন খল নায়ক, প্রথম ভাগে তাকে নিষ্ঠুর খলানায়ক হিসাবেই দেখানো হয়েছে। যেটা একটা অবশ্যই ভালোদিক। কিন্ত এর পর থেকে সরাসরি ক্রিঞ্জ (cringe) হতে থাকে। যেসব জোকস বা হিউমার দেওয়া হয়েছে সেগুলো কাহিনীতে ফিট হয়নি। দেখে মনে হয় জোর করে ডোকানো হয়েছে। পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi ) এর মতো অভিনেতা থাকলেও আশানুরূপ হিউমার দেখা যায়নি। এখানেও ক্রিঞ্জ হয়ে গেছে।
সেই সাথে এই মুভিটি দেখার সময় আপনার মনে হবে মিম কম্পাইলেশন দেখছেন, অর্থাৎ প্রত্যেকটা ফ্রেম মিম এর সাথে রিলেট করবে। অভিনেত্রি হিসাবে জ্যাকলিন ফারনান্দেজ যে অংশে কাজ করেছেন সেটুকু না হলেও কোণ সমস্যা হতো না। আরসাদ ওয়ারছি (Arshad Warsi) এর অভিনয় অর্থাৎ যে ভাইব বা কমেডি ক্রিয়েট করার কথা ছিল তাঁর কিছুই হয়নি। এছাড়াও আরও প্রধান সমস্যার কথা যদি বলা হয় সেটি হচ্ছে খারাপ স্ক্রিন প্লে এবং ডাবিং। ২০০ কোটি বাজেটের মুভিতে যদি ডাবিং এ মিল না থাকে তাহলে এর থেকে লজ্জার আর কি হতে পারে। অনেক সময় মুভি দেখার সময় মুখে বলছে এক কথা আর অডিও বাজছে অন্যটি। যেটা খুবই লজ্জা জনক। ব্যাকগ্রাউন্ড চরিত্রের সাথে সাথে অনেক সময় প্রধান চরিত্রের ডাবিং এও অনেক সমস্যা দেখা গিয়েছে।
এছাড়া অক্ষয় কুমারের লোক চাল চলন আপনার পছন্দ হবে। মানে এই যদি সাধারন একশন কমেডি মুভি দেখতে চান সময় কাটানোর জন্য। এবং কোণ প্রকার আশা ভরসা ছাড়া তবে দেখতে পারেন।
Leave a Reply