বউকে নিয়ে রোমান্টিক কবিতা, উক্তি, ভালোবাসার কবিতা, স্ট্যাটাস ম্যাসেজ-২০২২

বউ কে নিয়ে রোমান্টিক কবিতা

বউকে নিয়ে রোমান্টিক কবিতা, প্রেমের উক্তি, বউকে নিয়ে ভালোবাসার কবিতা ও ভালোবাসার স্ট্যাটাস ম্যাসেজ-২০২২ সবকিছু একটি পোষ্ট এ।

বউ শব্দটা শুনতেই কেমন একটা ফিলিংস আসে! একটি কথা বাংলায় বেশ প্রচলিত- দুইজন মানুষের

সাথে কখনোই খারাপ ব্যাবহার করতে নেই। কোন দুইজন মানুষ এর কথা বলা হয়েছে জানতে চান? 

প্রথম হচ্ছে মা এবং দ্বিতীয় হচ্ছে বউ। এটা বলার যৌক্তিক কারন হচ্ছে, মা এমন একজন যার জন্য আপনি দুনিয়ায় আসতে পেরেছেন । আর বউ এর সাথে খারাপ ব্যবহার এইজন্যই করতে নিষেধ

করা হয়েছে কেননা সে আপনার জন্যি দুনিয়াতে এসেছে। 

মেয়ে মানুষ স্পেশালী বউ একটু বেশিই অভিমানী হয়। অল্পতেই রেগে যায় আপনার ভালোবাসা পাওয়ার জন্য। তো আজকে আমরা সেই বউ কে নিয়ে রোমান্টিক কবিতা,রোমান্টিক প্রেমের কবিতা,ভালোবাসার উক্তি এবং বাংলা কবিতা স্ট্যাটাস লিখতে যাচ্ছি।

এবং কথা দিচ্ছি এই ভালোবাসার রোমান্টিক কথা গুলোর সঠিক প্রয়োগ আপনার রোমান্টিক মুহূর্তগুলোকে আরও আকর্ষণীয় করে তুলবে। চলুন দেখে নেওয়া আজকের রোমান্টিক প্রেমের কবিতা গুলো।

বউ কে রোমান্টিক নিয়ে কবিতা

বউ কে নিয়ে রোমান্টিক কবিতা- Romantic Bangla Kobita

যুগে যুগে কবি গন বউ কে নিয়ে রোমান্টিক কবিতা গান লিখে গেছেন। এখন সে সব কিছু গান এবং রোমান্টিক প্রেমের কবিতার কয়েকটা আপনার জন্য দেওয়া হলো-

বউ

খন্দকার মো: আকতার উজ জামান সুমন

বউ বউ বউ

করছে কাউ কাউ,

এটা দেও ওটা দেও

করছে হাউ কাউ।

বায়না ধরে শাড়ি গয়নার

মেকআপ রংয়ের বাক্সের,

না দিলেই রান্না বন্ধ

হারায় সুখের ছন্দের।

অল্পতেই গোস্বা করে

গাল ফুলিয়ে বসে থাকে,

উপোস থাকে রাত দুপুরে

একলা ঘরে পরে থাকে।

বনিবনা না হলেই –

ছুটে তখন বাপের বাড়ি

অল্প কদিন না হতেই

ফিরে আসতে কাঁদবে জুড়ি।

দ্বন্দ্ব লাগে সকাল বিকাল

কান্না ঝরে সাগর পাহাড়,

ভাসিয়ে বেড়ায় স্বামীর কপাল

কূল কিনারা নিরব অসার।

অভিমানে পুক্ত সে

রাগটা ভীষণ শক্ত,

আদায় করে ভালোবাসা

মনটা তাতেই মত্ত।

এখন কি আর পাওয়া যায়

এমন মধুর বউ,

বলতে জানেনা ভালোবাসি

করে হাউ কাউ।

মডার্ন যুগে মডার্ন বউ

মডার্ন ভূষণ বেশ,

স্বামী যেন অন্য কেউ

ছোট্ট তাদের কেশ।

পরপুরুষের সঙ্গ করে

ঘুড়ে ফিরে মাতাল হয়ে,

শশুড় শাশুড়িকে পর করে

থাকে দূরে ভিন্ন হয়ে।

এখন আর বউ নেই

বউ যে নিরুদ্দেশ,

সংসার আর সংসার নেই

হচ্ছে যে নিঃশেষ।

তবুও স্বামী আশা করে

ভালোবাসার বউ,

পায় হয়তো একটু হেরে

আধেক মডার্ন কেউ।

এ নিয়েই স্বামী সুখী

মানিয়ে চলে বেশ,

ধৈর্য্য ধরে হলে দুঃখী

কখন যাবে পরদেশ।

জেনে নিন:

বউ কি নিয়ে রবী ঠাকুকেরর বকাবকি

বউ কে রোমান্টিক কবিতা বিষয় আলোচনা হচ্ছে, আর রবী ঠাকুরের বাংলা ভালোবাসার কবিতা থাকবে না তা কি হতে পারে! রবী ঠাকুর এর ভালোবাসার কবিতা’র শেষ নেই । 

বউ কে নিয়ে রবি ঠাকুরের অন্যতম জনপ্রিয় কবিতা হচ্ছে “বউ নিয়ে লেগে গেল বকাবকি”

বউ নিয়ে লেগে গেল বকাবকি

 রবীন্দ্রনাথ ঠাকুর

বউ নিয়ে লেগে গেল ​​ বকাবকি

​​ রোগা ফণী আর মোটা পঞ্চিতে,

মণিকর্ণিকা-ঘাটে ​​ ঠকাঠকি

​​ যেন বাঁশে আর সরু ​​ কঞ্চিতে।

দুজনে না জানে এই বউ কার,

মিছেমিছি ভাড়া বাড়ে ​​ নৌকার,

পঞ্চি চেঁচায় শুধু হাউহাউ,–

​​ “পারবিনে তুই মোরে বঞ্চিতে।’

বউ বলে, “বুঝে নিই দাউদাউ

​​ মোর তরে জ্বলে ঐ ​​ কোন্‌ চিতে।’

বউ কে রোমান্টিক নিয়ে কবিতা

ঠোট নিয়ে রোমান্টিক কবিতা

মেয়েদের কাছে লাখ টাকার উপহারের থেকে প্রিয় মানুষের মুখের প্রশংসা বেশি মূল্যবান (আমি কিভাবে জানলাম কমেন্ট এ জানতে চেয়ে লজ্জা দিবেন না 🙂 । তো চলুন দেখে নেই ঠোট নিয়ে রোমান্টিক কবিতা। ঠোট নিয়ে রোমান্টিক কবিতাটি লিখেছেন ফাইয়াজ ইসলাম ফাহিম এবং কবিতার নাম লাল ঠোঁট।

লাল ঠোঁট

ফাইয়াজ ইসলাম ফাহিম

লাল ঠোঁটতোমার লাল ঠোঁট জ্বালাচ্ছে দারুণ

লাল ঠোঁটের ছোঁয়ায় নিবারণ করবে কি আমার শরীরের আগুন!

তোমার লাল ঠোঁট ডাকছে

তোমার কাছে যাওয়ার আহ্বান করছে?

.

.

যাব কি পরী তোমার কাছে

দিবে কি লাল ঠোঁটের উষ্ণ চুম,

কষ্ট পাচ্ছি বড্ড

তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়

ফুটাতে চাই এ মনে ভালবাসার পদ্ম।

.

.

তোমার লাল ঠোঁট ভয়াবহ

শরীরের সৃষ্টি করেছে তাপদাহ,

হে পরী তোমার লাল ঠোঁট ভীষণ দিচ্ছে যাতনা

তোমার লাল ঠোঁট ছুঁইতে চাই একটু ভালবাস না?

Copyright @ বাংলার কবিতা

বাংলা রোমান্টিক কবিতার লাইন – Romantic Kobita Bangla

রোমান্টিক কবিতা তো অনেক হলো চলুন দেখে নেই কিছু Romantic kobita bangla লাইন বা স্ট্যাটাস।

“ও প্রিয় তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া এই ভূবনে আমার কেহ নাই! 

   ভালোবাসি হ্যা ভালোবাসি শুধু তোমায়।”

“তোমার যখন লাগবে একা চাঁদ হয়ে দিব দেখা,

      মনটা যখন খারাপ স্বপ্নে গিয়ে করবো আলাপ,

কষ্ট যখন মন আকাশে তারা হয়ে থাকব পাশে”

“ তুমি যদি থাক পাশে মনে হয় পৃথিবীর সব শুখ আমারই কাছে,

ভালোবাসা বুঝি তখনই সত্য হয়, তোমার বুকে যখন জায়গা হয় ”

“ যাব কি পরী তোমার কাছে

দিবে কি লাল ঠোঁটের উষ্ণ চুম,

কষ্ট পাচ্ছি বড্ড

তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়ায়

ফুটাতে চাই এ মনে ভালবাসার পদ্ম

ফাইয়াজ ইসলাম ফাহিম

বউ কে রোমান্টিক নিয়ে কবিতা

বউ কে নিয়ে ভালোবাসার উক্তি

বউ কে ভালোবসার জন্য ইসলামীক এবং অন্য ধরমের সকলেই উপদেশ দিয়েছেন। বউকে ভালোবসার অনেক সাইকোলজিক্যাল প্রভাব ও রয়েছে। চলুন দেখে নেই বউ কে নিয়ে ভালোবাসার উক্তি-

“স্ত্রীর সাথে হাসি ঠাট্টা করা প্রত্যেক স্বামীর কর্তব্য ”

  • মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) !

“সে কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি”

  • কাজী নজ্রুল ইসলাম।

“প্রতিদিন একবার স্ত্রি কে আমি তোমায় ভালোবসি বললে মাথার সুশ্চিন্তা দূর হয়”

    -সত্যজিৎ রায়।

“মেয়েদের মনে ভালোবাসা অভিমান দুটোই থাকে, স্বামীদের উচিত ভালোবেসে অভিমান ভাঙ্গানো”

  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

বউ কে নিয়ে ভালোবাসার এস এম এস

“জোনাকির আলো জেলে’ ইচ্ছের ডানায় মেলে,মন চায় হারিয়ে যায় দূর অজানায়।

  যেখানে মাঠ আর আকাশ মিশে হবে একাকার আর রাজকন্যা তুমি হবে আমার ”

“আছিস মনের মাঝে থাকিস সকাল সাঝে, কী করে ভুলবে তোকে এই মন, তুই যে আমার জীবন।”

“যদি আমি রাবার হতাম তোমার জীবনের সব দুঃখ মুছে দিতাম, আর যদি পেন্সিল হতাম তোমার জীবন এ সুখের কবিতা লিখে দিতাম”

শেষ কথা

 এই ছিল আপনার আন্তরিক সময় গুলোকে মধুময় করার আমার ছুট্টো প্রচেষ্টা। বউ কে নিয়ে রোমান্টিক কবিতা টি আপনার ভালো লেগেছে  তা অবশ্যই কমেন্ট এ জানাবেন। ধন্যবাদ।

Info on this post is taken from the internet.

About Beginer Studio 199 Articles
Hey! This is Beginer Studio. Thanks for visiting us. We always try to deliver you the best status, quotes and many other tips or tricks. Follow us on social media to stay connected :)

Leave a Reply

Your email address will not be published.


*