
ভালোবাসা সাধারন গভীর হয়ে থাকে। গভীর ভালবাসার এসএমএস বা গভীর ভালবাসার উক্তি এর প্রমান! যদি সেরা গভীর ভালবাসার এসএমএস সন্ধান করে থাকেন। তাহলে একদম সঠিক যায়গায় এসেছেন। কেননা সেরা সকল মন জয় করার sms আমরাই দিয়ে থাকি।

সেই সাথে রয়েছে মেয়েদের প্রশংসা করার এসএমএস যা আপনার মন ছুঁয়ে যাবে। দেখে নিন ভালোবাসার হট এস এম এস গুলো। এই ভালোবাসা দিবসে মন জয় করার sms ব্যবহার করে প্রিয়তমার মন জয় করার চেষ্টা করুন। আশা করি আপনার ১৪ Feb একলা যাবে না 🙂
Table of Contents
গভীর ভালবাসার এসএমএস
ভালবাসার মজার sms গুলোকে গভীর ভালবাসার এসএমএস বলার একটি বিশেষ কারন রয়েছে। আমাদের ধারনা এই এস এম এস গুলো আপনার হৃদয় এর গভীরতাকে স্পর্শ করতে পারবে। কোণ প্রকার বাঁধা বিপত্তি ছাড়াই এই মেসেজ গুলো আপনার যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন।

গভীর ভালবাসার এসএমএস গুলোর কিছু স্পেশাল সুবিধা রয়েছে। যার ফায়দা উঠাতেই সকলেই এই মেসেজ গুলো ব্যবহার করে থাকেন। আপনি হয়ত আপনার প্রেমিকা কে স্বপ্ল সময়ে অধিক ভালোবাসা দেওয়ার ইচ্ছা থেকেই ভালবাসার মজার sms খুঁজছেন। আপনার সন্ধানের কারন যেটাই হয়ে থাকুক আমাদের মন জয় করার sms আপনার মন জয় করতে প্রস্তত।
মেয়েদের প্রশংসা করার এসএমএস
সারা দুনিয়ার মেয়েদের দুর্বলতা হচ্ছে মেয়েদের প্রশংসা করার এসএমএস। সকল মেয়েরাই চায় যে সবাই তাঁর প্রশংসা করুক। যেসব যুগল (Couple) দের মধ্যে ভালোবাসার অভাব আছে, ধরেই নেওয়া যায় এর কারন নিজেদের প্রশংসা না করা। যদি সিরিয়াস (Serious) হয়ে কোন মেয়েকে প্রশংসা করে থাকেন, তবে তাকে দিয়ে যেকোন কাজ করিয়ে নিতে পারবেন। আর এই সময় কাজে আসবে মেয়েদের প্রশংসা করার এসএমএস গুলো।
যদি কাউকে ভালো লেগে থাকে আর সামনে গিয়ে কথা বলার সুযোগ বা সাহস না পেয়ে থাকেন ।তাহলে মেয়েদের প্রশংসা করার এসএমএস তাকে পাঠিয়ে তাকে পটিয়ে ফেলতে পারেন। বিভিন্ন ভাবে মেসেজ পাঠাতে পারেন যেমন ফেসবুক মেসেজনার, ইনস্টাগ্রাম বা অন্য যেকোন মাধ্যম পছন্দ। ইচ্ছা করলে পরিচয় গোপন করেও পাঠাতে পারেন মেসেজ গুলো!
ভালোবাসার হট এস এম এস

এখানে ভালোবাসার হট এস এম এস বলতে রোমান্টিক মেসেজ গুলোকে বুঝানো হয়েছে। রোমান্স হলো ভালোবাসার একটি বিশেষ অংশ। ভালোবাসার হট এস এম এস গুলো আপনাদের কাছে আসতে সাহায্য করবে। দুটি দেহের মিলনের পথ প্রশস্ত করতে সাহায্য করবে।
একটি বিশেষ অনুরোধ হচ্ছে ভালোবাসার হট এস এম এস গুলো শুধু বিবাহিতরাই ব্যবহার করবেন। অবিবাহিতরা এই মেসেজ গুলোর আদান প্রদান করলে সেখানে জেনার সম্ভাবনা থাকে। আমার পক্ষ থেকে সতর্ক করে দিলাম মানা না মানা আপনার উপর 🙂
ভালবাসার মজার sms
সকলেই ভালবাসার মজার sms গুলো ব্যবহার করতে পারেন এখানে কোন বাঁধা বিপত্তি নাই। ভালবাসার মজার sms গুলো আপনার প্রতি তাঁর দৃষ্টি ভঙ্গি পালটে দিবে। শোকে দুঃখে তাকে সকল অবস্থাতেই খুশি রাখতে পারবেন। এই বিশ্বাস তাঁর ভিতর জন্ম নিবে। ধীরে ধীরে সে বুঝতে পারবে শুধু আপনিই তাঁকে নিয়ে এত ভাবেন।
মজার মেসেজ তাই তুচ্ছ মনে হলেও, জীবনে রয়েছে এর বিশেষ ভূমিকা। কেননা জীবনকে সুন্দর করে তুলতে সেন্স অফ হিউমার (Sense Of Humor) খুবই গুরুত্ব পূর্ণ। আর আপনার Humor কতটা ভালো তা বিচার করবে ভালবাসার মজার sms দিয়ে। তাই সেরা sms গুলো নিয়ে যায়গা মতো ব্যবহার করুন।
গভীর ভালবাসার উক্তি
গভীর ভালোবাসার উক্তি গুলো এসএমএস এর সাথে সরাসরি সম্পর্কিত। আপাত দৃষ্টিতে দেখতে আলাদা মনে হলেও একটিকে অন্যটির পরিবর্তে ব্যবহার করতে পারবেন।
তাই আর দেখে নিন কিছু গভীর ভালোবাসার উক্তি বা এসএমএস-
আমি তোমার হাতের ঘুড়ি হবো খোলা আকাশে…
ইচ্ছে মতো উড়াও আমায় ঝড়ো বাতাসে প্রিয়া ঝড়ো বাতাসে…।
ভালোবাসা প্রমান করতে অনেকেই নিজের জীবন দিয়ে দেয়

তোমার প্রতি ভালোবাসার প্রমান দিতে কখনোই এই কাজ করবো না
কেননা হৃদয় দিয়েছি তোমার সাথে বাঁচার জন্য
মরার জন্য না!
আমি সেই ভাগ্যবান কৃষক হতে চায়
যার জন্য ভাত আর বুক ভরা ভালোবাসা নিয়ে
কুঁড়ে ঘরে অপেক্ষা করে,
হবে কী আমার কৃষাণী?
হাজারো মাইল পথ আমি
পায়ে হেটে পারি দিতে পারি
গন্তব্য যদি হয়ে থাকে
তোমার হৃদয় মাঝার 🙂
মাঝে মাঝেই ঐ গানটি মনে পড়ে
আমি এমন একটা তুমি চাই
এমন একটা তুমি চাই
যে তুমিতে আমি ছাড়া
অন্য কেহ নাই…!
তোমার হাসি মুখের বিনিময়ে
যেকোন যুদ্ধে যেতে প্রস্তত
এই হৃদয়
বিনিময়ে শুধু চাই তোমার
বাঁকা ঠোঁটের একটি হাঁসি!
আমি খুবই ভালোবাসি (Rhyming হয়ে গেছে ;))
আমি জানি আমি অন্য সকলের মতো
রোমান্টি নয়
কিন্ত নিয়ম মেনে প্রতিদিন তোমার ঠোটে চুমু দেওয়ার
কোর্স ঠিকই চালিয়ে যাব।
কেমন হবে বলতো
নিস্তব্ধ এক শহরে
শুধু তুমি আর আমি,
কেমন হবে যখন আঁধার ঘরে
আমার হাতে তোমার হাত।
থাকবে না চিন্তা কোন
কখন হবে প্রভাত
না পাওয়ার শিকল ছিঁড়ে
কবে আসবে সেই রাত!
যখন আসবে
কেমন লাগবে বলতো।
… …
তোমার খোলা চুলের
বাহারে আমি হারিয়ে যেতে চাই
কোথাই আছো প্রিয়তমা দেখা দাও আমায়,
ঘন কালো সেই মেঘের বহর চিরে
কখন হবে বর্ষণ
কবে পাবো
প্রিয়া তোমার চাঁদ মুখের দর্শন 😉
……
ক্লান্ত বিকেলে
তোমার কোলে মাথা রেখে
শুয়ে থাকতে চাই,
এর বেশি জীবনে প্রিয়া চাওয়ার কিছু নাই!
হতে পারি আমি খারাপ
হতে পারি ছন্নছড়া
তোমার হাসি আমার
করেছে এই হাল,
ঘুরে বেড়াই পথে লাগাম ছাড়া।
ভালোবাসার কোন পোকা ছিল না
প্যারা হীন আমি চিল ছিলাম
কি ঝলক দেখাইলা তুমি
ভবের ঘোরে হারিয়ে গেলাম।
গভীর ভালবাসার মেসেজ
আমি বলতে পারি না
বুক ফুলিয়ে
৪ টা মেয়ের সাথে কথা বলি,
চুপ থাকি বন্ধু মহলে
শুধু তোমাকে পাওয়ার প্রার্থনা করি।
সেই দিন আমার জীবন সফল হবে
যেদিন তুমি বলবে
আমার কাছে তুমি
দুনিয়ার সবচেয়ে সুখী।
কে বলে জান্নাতে যেতে হলেই
মৃত্যু বরন করতে হয়!
শুধু একটু ভালোবাসার স্পর্শে
কুঁড়ে ঘড় টাও জান্নাতে পরিনত হয়।
খুশি, সফলতা মনের মর্জিতে
নিরভিরশীল আর মন কখনোই
আমাদের খুশি হতে দিবে না
কেননা কথায় আছে
চোখ ভরে তো মন ভরে না।
তাই আমি তোমাকে নিয়ে
অল্পতেই খুশি থাকতে চাই।
তোমার কিছু বলার আছে?
মানুষের হায়াত ৬০ বছর হলেও
তোমার প্রতি আমার ভালোবাসা
অনন্ত কালের
আমার মন শুধু তোমার
চলবে শুধু তোমার অধিকার!
যেতে পার তুমি যেথায় ইচ্ছা
আছে তোমার সেই অধিকার
আসবে ফিরে আবার তুমি
শুধু করো এই অঙ্গীকার!
আমি জানি না
ভালোবাসা কাকে বলে
আমি শুধু জানি
তোমাকে সাথে নিয়ে ভালো থাকতে চাই!
হোক না জীবন যতই ছোট আমার
কী আসে যায়,
তোমায় আমি ভালোবেসে
অনন্তকালের জন্য প্রেমের
মাইল ফলক রেখে যেতে চাই।
ভালবাসার মজার sms
সিঙ্গেল ছিলাম ভালোছিলাম
এ আমার কি হলো
তোমার প্রেমে পরে আমার
লেখা পড়া জলে গেলে 🙂
ভালোতুমি বাসনি করেছ অভিনয়
অস্কারটা জিতলাম আমি!
তোমার বান্ধবীর সাথে
চলছে আমার প্রণয় 😉
চলে গেছ আমায় ছেড়ে
আমার কি আসে যায়,
তোমার যায়গায় আসার জন্য
যাত্রীর কোন অভাব নাই!
শেষ কথা
এই ছিল কিছু গভীর ভালবাসার এসএমএস,রাতের sms এবং মন জয় করার sms। প্রত্যেকটা মেসেজ আমার নিজের লেখা তাই কপি করে কোথাও পোষ্ট করলে অবশ্যই ক্রেডিট হিসাবে এই পোষ্ট এর লিংক দিয়ে দিবেন।আর যদি প্রেমিকার সাথে শেয়ার করেন তাহলে আপনার জন্য সব ফ্রি 🙂
Leave a Reply