
গোলাপ ফুল নিয়ে কবিতা সমগ্রে আপনাকে স্বাগতম। এর আগের কদম ফুল নিয়ে কবিতা টি আপনারা অনেক পছন্দ করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে গোলাপ ফুল নিয়ে কবিতা শেয়ার করতে যাচ্ছি।
ফুলের রানী গোলাপকে ভালোবাসার প্রতীক মনে করা হয়। এই গোলাপ ফুল নিয়ে কবিতা হবে না তা তো হতে পারে না। বরাবরের মতোই এখানে বাছাই করা সেরা কবিতাগুলোই দেওয়া হয়েছে।
Table of Contents
গোলাপ ফুল নিয়ে কবিতা
সামনে ১৪ ফেব্রুয়ারি আপনাকে জানাই অগ্রিম বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই সময় গোলাপ ফুল সচারচর খুব বেশি দেখা যায়। গোলাপ ফুল দেখলেই মন চায় কবিতা গুলো পড়তে।
যারা এই সময় সিঙ্গেল আছেন বা ফ্রেন্ড যোন এ আছেন তাঁরা গোলাপ ফুল নিয়ে কবিতা গুলো দিয়ে একবার চেষ্টা করে দেখতে পারেন।যদি সে আপনার প্রতি ১০% ও আগ্রহী থাকে তাহলে দেখবেন সে পটে গেছে।
আচ্ছা বলতে পারেন কবি গন কেন কাজ কর্ম, ব্যবসা বানিজ্য না করে কবিতা লিখতেন? সহজ উত্তর তারাও আমাদের মতোই সঙ্গী হীনতায় ভোগতেন।হয়ত ভালোবাসত বলতে পারত না আবার খুব শিগ্রই বিয়ে হয়ে যেত। ইত্যাদি নানান ধরনের যন্ত্রনার হাত থেকে মুক্তি পেতে মনের ভাব কে প্রকাশ করতে হাতে খাতা কলম তুলে নিয়েছিলেন। কেননা তাঁদের সময় আমাদের মতো মোবাইল, ইন্টারনেট, ইউটিউব ফেসবুক কিচ্ছু ছিলনা।
কবিগন তাঁদের শিল্প কর্ম রেখে গেছেন যেন তাঁদের মতো আমাদের একই অবস্থা না হয়। তাই বেশি চিন্তা ভাবনা করার দরকার নাই। এখান থেকে গোলাপ ফুল নিয়ে কবিতা কপি করে ইনবক্সে মেরে দেন। অথবা দুই এক লাইন মুখস্থ করে সামনে গিয়ে ঝেরে দেন কাজ হয়ে যাবে।
ফুল হাতে নিয়ে কবিতা
যদিও ফুলের সৌন্দর্য ডালে, তবুও কিছু ফুল প্রিয়সীর আলতা রাঙ্গা কোমল সাদা হাতেও খারাপ লাগে না। ছোট ছোট সোনালী লোমশ ঐ হাতে টকটকে লাল গোলাপ সে যেন অন্যরকম নেশা!
আমার মতো অনেকেই এই নেশায় নেশাগ্রস্থ হয়ে কাব্য রচনায় ধ্যান দিয়েছেন।তাঁদের অনুভূতি নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছেন, রেখে গিয়েছেন আমাদের জন্য স্মৃতি স্বরূপ। তাঁদের লেখা ফুল হাতে নিয়ে কিছু কবিতা আপনাদের সাথে শেয়ার করবো।
অনেক সময় আশ্চর্য হয়ে যাবেন যে তাঁদের সাথে আপনার অনুভূতি, ইচ্ছা, চিন্তা ধারা সব মিলে যায়! কিন্ত কিভাবে সম্ভব? হ্যা এটা সম্ভব, কেননা তাঁরা সেই সময় আমাদের বয়সে থাকতে যা চিন্তা করেছেন যা অনুভব করেছেন তাই লিখে গেছেন । আর তাই আমাদের সাথে মিলে যায়। প্রায় সব কিছু পরিবর্তন হলেও কিছু জিনিস থাকে অপরিবর্তনীয়। কখনোই তা বদলানো যায় না। তাই তাঁদের লিখে যাওয়া ফুল হাতে নিয়ে কবিতা বা গোলাপ ফুল হাতে নিয়ে কবিতা এখনো আমাদের হৃদয় এ যায়গা করে নেয়।
তো বেশি কথা না বলে চলুন শুরু করি গোলাপ ফুল নিয়ে কবিতা এবং গোলাপ ফুল নিয়ে কবিতা।
গোলাপ
– আবদুল্লাহ আল মামুন
গোলাপ ফুটেছে শত তোমার মায়া ভরা কাননে
রয়েছে তোমার কোমল হাতের দীপ্ত পরশ, গড়েছ যতনে ।
ফুটেছে লাল, সাদা ফুল শত সাধনায় ভরা তোমার বাগানে
দেখে নয়ন জুড়ায় আমার হৃদ মাজারে,
দেবে কী আমায় তুমি একটি রক্ত গোলাপ নিজের হস্তে তুলে ?
গোলাপ তোমার মতন আমারও প্রিয়
সুপ্ত বাসনায় লোভে মত্ত আমার সব ইন্দ্রিয় ।
দেবে কী আমায় তুমি একটি সাদা গোলাপ ?
গন্ধ শুকে করে নিবো আমার হৃদয়কে সক্রিয় ।
গোলাপ ফুটেছে আজ তোমার বাগানে পূর্ণ কানায় কানায় ভরে
কী অপরূপ রূপে সেজেছে সব শ্মৃঙ্খলীত সারিবদ্ধ ধরে
দেবে কী আমায় তুমি একটি গোলাপ তোমার নিজের হাতে তুলে ?
আমারও আছে তোমার গোলাপের মত হাজারও কবিতা
তোমার কাননে ফুটা গোলাপের মত আমারও বুকে ফলায় শত কবিতার চাষ ।
যদি তুমি দাও আমাকে তোমার বাগানের একটি গোলাপ
আমিও তোমাকে দেব আমার বুকে ফলানো অজস্র কবিতা ।
ক্রেডিট: বাংলার কবিতা
গোলাপ ফুল নিয়ে কবিতা#২
লাল গােলাপভালবাসা
–অন্তলীন আমি
সদ্য ফোটা একটি রক্ত গােলাপ
যেনাে তােমার জন্যই ফোটা,
হাতে নিয়ে দাড়াবাে তােমার সামনে।
রক্ত গােলাপ তােমার দিকে বাড়িয়ে
নিশ্চুপ থাকবাে দাড়িয়ে
শুধু বলবাে
“ভালবাসি তােমায় প্রিয়তি” |
নেবে সেই রক্ত গােলাপ (?)
নাকি বলবে ফিরে যাও
তােমার কথা শুধু পাগলের প্রলাপ…
তখন কি ফিরিয়ে দিবে আমায়
গােলাপের কাটায় মনকে বিদ্ধ করে (?)
নাকি মুখে নিয়ে একচিলতে হাসি
হাত বাড়িয়ে গােলাপ নিয়ে
বলবে ভালবাসি ভালবাসি…
ক্রেডিট:ইন্টারনেট
উপসংহার
এই ছিল আজকের কবিতার সংগ্রহ। আশা করি আপনার ভালোলেগেছে। পরবরতী কবিতা কোন বিষয় এ চান কমেন্ট এ জানাতে ভুলবেন না।
Leave a Reply