কালো গোলাপ ফুলের ছবি: সাদা, নীল,বেগুনী গোলাপ গোলাপ ফুলের ছবি ডাউনলোড

কালো গোলাপ ফুলের ছবি

কালো গোলাপ ফুলের ছবি এবং নীল,বেগুনী,সাদা গোলাপ ফুলের বিশাল মেলায় আপনাকে স্বাগতম। আমি জানি আপনি বিভিন্ন গোলাপ ফুলের ছবি খুঁজছেন। তাই আপনার জন্য সাদা গোলাপ ফুলের ছবি,নীল গোলাপ ফুলের ছবি এবং বেগুনি তাজা গোলাপ ফুল এর পিকচার নিয়ে এলাম। 

এখানে একের পর এক তাজা গোলাপ ফুল সাজিয়ে রাখা আছে শুধু আপনার জন্য। শুধু একটি ক্লিকে বিভিন্ন গোলাপ ফুলের ছবি ডাউনলোড করে নিতে পারবেন।

কালো গোলাপ ফুলের ছবি

সাধারনত লাল গোলাপ ফুল সচারারচর দেখা গেলেও কালো গোলাপ ফুলের ছবি ও খুঁজে বের করে দেখতে হয়। এখন পর্যন্ত আমি নিজেই কালো গোলাপ ফুল বাস্তবে দেখেছি বলে মনে হয় না। আপনি দেখে থাকলে কমেন্ট এ জানাবেন। 

যেহেতু আমি নিজেই কালো গোলাপ ফুলের ছবিই দেখেছি শুধু । তাই ভালোকিছু ছবি কালো গোলাপ ফুলের ছবি নিজে দেখার জন্য রেখেছি। সেই ছবি গুলোই আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি।

Also Check: Imo profile pic

Also Check: পর্দা করা প্রোফাইল পিক

Also Check: বোরকা পরা প্রোফাইল পিক

Also Check: ছন্দ লেখা পিকচার

Also Check: ফুলের পিকচার

Also Check: Wallpaper গোলাপ ফুলের ছবি ডাউনলোড

Also Check: কালো গোলাপ ফুলের ছবি

কালো গোলাপ ফুল ছবি ডাউনলোড

আগের পোস্ট গুলো যদি পড়ে থাকেন। তাহলে আপনি জানেন কীভাবে কালো গোলাপ ফুল ছবি ডাউনলোড করতে হয়। 

এমন না যে কালো গোলাপ ফুল ছবি ডাউনলোড করার কোন আলাদা নিয়ম আছে। নিচে দেওয়া কালো গোলাপ ফুলের ছবি গুলো থেকে ছবি পছন্দ করে এক ক্লিকেই ডাউনলোড করে নিন।

কালো গোলাপ ফুল কোথায় পাওয়া যায়

আগেই বলেছি কালো গোলাপ খুব বেশি একটা দেখা যায় না। বাংলাদেশে কালো গোলাপ ফুল কোথায় পাওয়া যায় এটা সত্যিই মুশকিল ব্যপার। কিছু দিন আগে এমন মনে হতো। কিন্ত এখন অনেকেই বাড়ির ছাদে শখ করে কালো গোলাপ লাগিয়ে থাকেন। তাছাড়াও আপনার বাসার আশে পাশে বড় নার্সারিতে খুজ নিলে সহজেই কালো গোলাপ ফুল পেয়ে যাবেন। 

একই প্রশ্ন অর্থাৎ কালো গোলাপ কোথায় পাওয়া যায়? ২ বছর আগে কোরাতে (Quora ) প্রশ্ন করা হয়েছিল। সেখানে উত্তর হিসাবে একজন বলেছেন ন্যাশনাল হারবারিয়িয়াম এ সন্ধান করতে। এটি ঢাকার চিড়িয়া খানা সড়ক এ অবস্থিত।

“Disclaimer- I am not owner of the showing pictures. All are collected from different sources!”

কালো-গোলাপ-ফুল-1
কালো গোলাপ ফুলের ছবি
কালো গোলাপ ফুলের ছবি
কালো গোলাপ ফুলের ছবি
কালো গোলাপ ফুলের ছবি
কালো গোলাপ ফুলের ছবি

সাদা গোলাপ ফুলের ছবি

সাদা গোলাপ ফুলের কিছু প্রজাতি আশে পাশে প্রায়সই দেখা যায়। আপনি সাদা গোলাপ ফুলের ছবি ডাউনলোড করতে চাইলে একদম ঠিক জায়গায় এসেছেন। স্পেশাল সাদা গোলাপ ফুলের ছবির কালেকশন দেখতে পারবেন এখানে। এই সাদা গোলাপ ফুলের ছবি গুলো মোবাইলের ওয়াল পেপার হিসাবে ব্যবহার করতে পারেন। 

সকলেই জানি যে সাদা মানে শান্তির প্রতীক আর গোলাপ ভালোবাসার। সুতরাং সাদা গোলাপ ফুল মানে শান্তি আর ভালোবাসার মিশ্রণ বাহ!

সাদা গোলাপ ফুলের ছবি
সাদা গোলাপ ফুলের ছবি
সাদা গোলাপ ফুলের ছবি
সাদা গোলাপ ফুলের ছবি

নীল গোলাপ ফুলের ছবি

তাজা নীল গোলাপ ফুলের ছবি এখানে রয়েছে। আজকের আগে আমি ভালোভাবে জানতাম ই না । যে নীল গোলাপ ফুল আসলেই আছে কী না! [I know it’s not cool.] অনেক সময় ভাবতাম যে নীল গোলাপ ফুলের ছবি গুলো হয়ত ফটোশপ এর মাধ্যমে কালার চেঞ্জ করা।

কিন্ত এই পোষ্ট লিখতে গিয়ে আমার ধারনা বদলে গেছে। প্রাকীতিক ভাবেই নীল গোলাপ ফুল হয় ! শুধু নীল গোলাপ নয় গোলাপ এর আরও  অনেক প্রজাতি এবং রঙ আছে হয়ত আমারা সে ব্যাপার এ জানিই না। অজানা গোলাপ ফুলের জাতি নিয়ে অন্যদিন কথা হবে। আজকে দেখে নিন নীল গোলাপ ফুলের ছবি।

নীলগোলাপ ফুলের ছবি
নীলগোলাপ ফুলের ছবি
নীলগোলাপ ফুলের ছবি
নীলগোলাপ ফুলের ছবি

বেগুনি গোলাপ ফুল

দেখুন নীল গোলাও ফুল পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্ত বেগুনি গোলাপ ফুল! কখনো আমার মাথায় এই চিন্তাও আসেনি যে বেগুনি গোলাপ ফুল হতে পারে। হয়ত আমাদের ভৌগলিক অবস্থান বা জলবায়ুর জন্য বেগুনি গোলাপ ভালো না । তাই এটি দেখাই যায় না। 

বেগুনি গোলাপ ফুল এর কিছু ছবি নিচে দিয়ে দিচ্ছি । বাস্তবে বেগুনি গোলাপ ফুল দেওয়া তো সম্ভব হচ্ছে না। দেখেনিন কিছু বেগুনি গোলাপ ফুল।

বেগুনী গোলাপ ফুলের ছবি
বেগুনী গোলাপ ফুলের ছবি
বেগুনী গোলাপ ফুলের ছবি
বেগুনী গোলাপ ফুলের ছবি
বেগুনী গোলাপ ফুলের ছবি
বেগুনী গোলাপ ফুলের ছবি

গোলাপ ফুলের ওয়াল পেপার

তাজা গোলাপ ফুল দিয়ে ওয়াল পেপার দিতে চান? Wallpaper গোলাপ ফুলের ছবি এখানে দেওয়া আছে। সেরা গোলাপ ফুলের ওয়াল পেপার ওখান থেকে ডাউনলোড করে নিন।

গোলাপ ফুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস

গোলাপ ফুল নিয়ে বিখ্যাত কিছু ফেসবুক স্ট্যাটাস এখানে রয়েছে। ভালোবাসার প্রতীক গোলাপ নিয়ে ফেসবুক স্ট্যাটাস এর কোন কমতি নেই। প্রাচীন কবি সাহিত্যিক থেকে শুরু করে, বর্তমানের ফেসবুক কবিরাও গোলাপ ফুল নিয়ে স্ট্যাটাস লিখছেন। এমনই গোলাপ ফুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেখে নিন-

একটি গোলাপ নীরবে ভালোবাসার কথা বলে, এমন এক ভাষায় যা শুধু মাত্র হৃদয় বুঝতে পারে।

আমাদের জীবনটা গোলাপ ফুলের মত। কিছু কিছু দিন এটি সুগন্ধময়। আবার কিছু কিছু দিন কাঁটাযুক্ত বেদনা ময়। 

সবচেয়ে সুক্ষ কাটা গুলোই বেশিরভাগ সময় নাজুক গোলাপের সৃষ্টি করে থাকে।

গোলাপ কাটা কষ্ট সবি একে অপরের সাথে সম্পর্কিত।

মনের ক্ষতে সোহাগ মেখে

 একটা অযুহাত

ভালোবেসে যত্নে রেখো 

তোমায় দেওয়া সেই সাদা গোলাপ।

একটা গোলাপ তোমার নামে 

পাঠিয়ে দিলাম মনের খামে।

ভালো তো অনেকেই বাসে 

দেখায় কত্ত ভাব

খুজ নিয়ে দেখ 

আজও তার কপালে জোটেনি লাল গোলাপ !

Calulate করে আর যাই হোক 

ভালোবাসা হয় না।

অনেক কষ্টের পর কাছে এলে 

সেই অনুভূতি আর রয় না।

আমি জানি না তোকে ভালোবাসি কি না।

কিন্ত এই লাল গোলাপ শুধু তরই জন্য!

শেষ কথা

শুধু কালো গোলাপ ফুলের ছবি দেওয়ার কথা ছিল। কিন্ত সাথে সাদা, বেগুনি, নীল গোলাপের তাজা ছবির সাথে, গোলাপ ফুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস এর মিশ্রণ কেমন লাগল কমেন্ট এ জানাবেন। আর ভালো লাগলে আপনার প্রিয় মানুষ এর সাথে এই পোষ্ট টি শেয়ার করতে ভুলবেন না।

About Beginer Studio 199 Articles
Hey! This is Beginer Studio. Thanks for visiting us. We always try to deliver you the best status, quotes and many other tips or tricks. Follow us on social media to stay connected :)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*