
Mahananda বা মহানন্দা অসাধারন একটি বাংলা মুভি। এখানে mahananda movie bengali সম্পর্কে বিস্তারিত যানতে পারবেন। যানতে পারবেন এই মুভির কাহিনী, চরিত্র, এবং পরিচালনা সম্পর্কে বিস্তারিত। তো চলুন শুরু করি।
Mahananda (মহানন্দা) Movie Bengali
একটি সাধারন কাহিনী এর উপর এই মুভিটি দাঁড়িয়ে আছে। একজন Phd শিক্ষার্থী এর সাবজেক্ট হিসাবে একজন লেখিকার জীবনীকে বেঁছে নেন। কী কী বিষয় যানতে পারে, কেচু খুরতে গিয়ে কি পরিমান সাপ সামনে আসে তাই দেখা যাবে মহানন্দা বাংলা মুভিতে। আস্তে আস্তে সামনে আসবে সেই লেখিকার অর্থাৎ মহানন্দার জীবন কাহিনী। যেখানে তিনি ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছে। সেই সাথে অসহায় এর পাশে দাঁড়িয়ে সংগ্রাম করছে সেই চিত্র দেখানো হয়েছে এই মুভিতে।

মাত্র কিছু দিনের মধ্যেই মুভিটি সর্বত্র মুক্তি পেতে যাচ্ছে। মুভি সম্পর্কে যদি কিছু বলতে যাই। প্রথমেই ট্রেইলার এবং ট্রিজার থেকে যতটুকু অনুমান করা যায় কাহিনী অসাধারন হতে যাচ্ছে। সংগ্রামী লেখিকার এবং সমাজকর্মীর জীবন কাহিনী দেখানো হয়েছে।
সেই সাথে মুভি ট্রেইলারের কালার গ্রেডিং অসাধারন ছিলো। মুভিতে সেই সময়ের একটি থিম লক্ষ করা যায়। যদিও এটি অনেক আগেই মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্ত এখন মুক্তি পাচ্ছে। আশা করা যায় মুভি দর্শক চাহিদা পূর্ণ করতে সক্ষম হবে।
Leave a Reply