মৃত্যু নিয়ে উক্তি : মৃত্যু নিয়ে স্ট্যাটাস, বাণী, কবিতা,কিছু কথা

মৃত্যু নিয়ে উক্তি

মৃত্যু নিয়ে উক্তি,মৃত্যু নিয়ে স্ট্যাটাস, বাণী, কবিতা,কিছু কথায় আপনাকে স্বাগতম। মৃত্যু নিয়ে এই উক্তি গুলো আপনার মন বদলে দিব।

মৃত্যু নিয়ে উক্তি: মৃত্যু একটি চরম সত্য। দুনিয়ার মায়াজালে আটকে পড়ে এবং শয়তানের প্রয়োচনায় আমরা মৃত্যু র কথা ভুলা যাই। তাই মৃত্যু র কথা স্বরণ করানোর জন্য আজকের এই পোস্ট এ মৃত্যু নিয়ে উক্তি, মৃত্যু নিয়ে স্ট্যাটাস, মৃত্যু নিয়ে বানী, মৃত্যু নিয়ে কবিতা এবং কিছু কথা বলা হবে। 

তাহলে আর দেরি না করে চলুন জেনে নেই মৃত্যু নিয়ে কিছু অমর বানী!

মৃত্যু নিয়ে উক্তি

এটাই বাস্তব যে মৃত্যু নিয়ে উক্তি শুনলে অন্তর কেঁপে উঠে। কিন্ত মৃত্যু কে এড়িয়ে যাওয়ার কোন উপায় নেই। যেখানেই গিয়ে লোকান না কেন মৃত্যু আপনাকে ঘিরে নিবেই। জেনে নিন মৃত্যু নিয়ে কথা-

মৃত্যু নিয়ে স্ট্যাটাস

কলিজা কাপানো মৃত্যু নিয়ে স্ট্যাটাস এখানে দেওয়া হলো। মৃত্যু নিয়ে এই স্ট্যাটাস গুলো আপনাকে মৃত্যু নিয়ে ভাবতে বাধ্য করবে। আপনার চিন্তা শক্তি কাজ করবে, যেতে পারবেন ভাবনার গভীরে। চলুন দেখে নিই মৃত্যু নিয়ে স্ট্যটাস বা মৃত্যু নিয়ে উক্তি

জেনে নিন

মৃত্যু নিয়ে কবিতা

মৃত্যু নিয়ে কবিতা লিখেছেন অনেক কবি। প্রত্যেকেই তাদের জায়গা থেকে মৃত্যু নিয়ে সতর্ক করার চেষ্টা করে গেছেন। আমি মনে করি আপনাদের মৃত্যু নিয়ে এই কবিতাটি পড়া উচিত।

ম্রিত্যুর পড়ে- রবীন্দ্রনাথ ঠাকুর

আজিকে হয়েছে শান্তি ,

জীবনের ভুলভ্রান্তি

সব গেছে চুকে ।

রাত্রিদিন ধুক্‌ধুক্‌

তরঙ্গিত দুঃখসুখ

থামিয়াছে বুকে ।

যত কিছু ভালোমন্দ

যত কিছু দ্বিধাদ্বন্দ্ব

কিছু আর নাই ।

বলো শান্তি , বলো শান্তি ,

দেহ-সাথে সব ক্লান্তি

হয়ে যাক ছাই ।

গুঞ্জরি করুক তান

ধীরে ধীরে করো গান

বসিয়া শিয়রে ।

যদি কোথা থাকে লেশ

জীবনস্বপ্নের শেষ

তাও যাক মরে ।

তুলিয়া অঞ্চলখানি

মুখ- ‘ পরে দাও টানি ,

ঢেকে দাও দেহ ।

করুণ মরণ যথা

ঢাকিয়াছে সব ব্যথা

সকল সন্দেহ ।

বিশ্বের আলোক যত

দিগ্‌বিদিকে অবিরত

যাইতেছে বয়ে ,

শুধু ওই আঁখি- ‘ পরে

নামে তাহা স্নেহভরে

অন্ধকার হয়ে ।

জগতের তন্ত্রীরাজি

দিনে উচ্চে উঠে বাজি ,

রাত্রে চুপে চুপে

সে শব্দ তাহার ‘ পরে

চুম্বনের মতো পড়ে

নীরবতারূপে ।

মিছে আনিয়াছ আজি

বসন্তকুসুমরাজি

দিতে উপহার ।

নীরবে আকুল চোখে

ফেলিতেছ বৃথা শোকে

নয়নাশ্রুধার ।

ছিলে যারা রোষভরে

বৃথা এতদিন পরে

করিছ মার্জনা ।

অসীম নিস্তব্ধ দেশে

চিররাত্রি পেয়েছে সে

অনন্ত সান্ত্বনা ।

গিয়েছে কি আছে বসে

জাগিল কি ঘুমাল সে

কে দিবে উত্তর ।

পৃথিবীর শ্রান্তি তারে

ত্যজিল কি একেবারে

জীবনের জ্বর!

এখনি কি দুঃখসুখে

কর্মপথ-অভিমুখে

চলেছে আবার ।

অস্তিত্বের চক্রতলে

একবার বাঁধা প ‘ লে

পায় কি নিস্তার ।

বসিয়া আপন দ্বারে

ভালোমন্দ বলো তারে

যাহা ইচ্ছা তাই ।

অনন্ত জনমমাঝে

গেছে সে অনন্ত কাজে ,

সে আর সে নাই ।

আর পরিচিত মুখে

তোমাদের দুখে সুখে

আসিবে না ফিরে ।

তবে তার কথা থাক্‌ ,

যে গেছে সে চলে যাক

বিস্মৃতির তীরে ।

জানি না কিসের তরে

যে যাহার কাজ করে

সংসারে আসিয়া ,

ভালোমন্দ শেষ করি

যায় জীর্ণ জন্মতরী

কোথায় ভাসিয়া ।

দিয়ে যায় যত যাহা

রাখো তাহা ফেলো তাহা

যা ইচ্ছা তোমার ।

সে তো নহে বেচাকেনা —

ফিরিবে না , ফেরাবে না

জন্ম-উপহার ।

কেন এই আনাগোনা ,

কেন মিছে দেখাশোনা

দু-দিনের তরে ,

কেন বুকভরা আশা ,

কেন এত ভালোবাসা

অন্তরে অন্তরে ,

আয়ু যার এতটুক ,

এত দুঃখ এত সুখ

কেন তার মাঝে ,

অকস্মাৎ এ সংসারে

কে বাঁধিয়া দিল তারে

শত লক্ষ কাজে —

হেথায় যে অসম্পূর্ণ ,

সহস্র আঘাতে চূর্ণ

বিদীর্ণ বিকৃত ,

কোথাও কি একবার

সম্পূর্ণতা আছে তার

জীবিত কি মৃত ,

জীবনে যা প্রতিদিন

ছিল মিথ্যা অর্থহীন

ছিন্ন ছড়াছড়ি

মৃত্যু কি ভরিয়া সাজি

তারে গাঁথিয়াছে আজি

অর্থপূর্ণ করি —

হেথা যারে মনে হয়

শুধু বিফলতাময়

অনিত্য চঞ্চল

সেথায় কি চুপে চুপে

অপূর্ব নূতন রূপে

হয় সে সফল —

চিরকাল এই-সব

রহস্য আছে নীরব

রুদ্ধ-ওষ্ঠাধর ।

জন্মান্তের নবপ্রাতে

সে হয়তো আপনাতে

পেয়েছে উত্তর ।

সে হয়তো দেখিয়াছে

পড়ে যাহা ছিল পাছে

আজি তাহা আগে ,

ছোটো যাহা চিরদিন

ছিল অন্ধকারে লীন

বড়ো হয়ে জাগে ।

যেথায় ঘৃণার সাথে

মানুষ আপন হাতে

লেপিয়াছে কালি

নূতন নিয়মে সেথা

জ্যোতির্ময় উজ্জ্বলতা

কে দিয়াছে জ্বালি ।

কত শিক্ষা পৃথিবীর

খসে পড়ে জীর্ণচীর

জীবনের সনে ,

সংসারের লজ্জাভয়

নিমেষেতে দগ্ধ হয়

চিতাহুতাশনে ।

সকল অভ্যাস-ছাড়া

সর্ব-আবরণ-হারা

সদ্যশিশুসম

নগ্নমূর্তি মরণের

নিষ্কলঙ্ক চরণের

সম্মুখে প্রণমো ।

আপন মনের মতো

সংকীর্ণ বিচার যত

রেখে দাও আজ ।

ভুলে যাও কিছুক্ষণ

প্রত্যহের আয়োজন ,

সংসারের কাজ ।

আজি ক্ষণেকের তরে

বসি বাতায়ন- ‘ পরে

বাহিরেতে চাহো ।

অসীম আকাশ হতে

বহিয়া আসুক স্রোতে

বৃহৎ প্রবাহ ।

উঠিছে ঝিল্লির গান ,

তরুর মর্মরতান ,

নদীকলস্বর —

প্রহরের আনাগোনা

যেন রাত্রে যায় শোনা

আকাশের’পর ।

উঠিতেছে চরাচরে

অনাদি অনন্ত স্বরে

সংগীত উদার —

সে নিত্য-গানের সনে

মিশাইয়া লহো মনে

জীবন তাহার ।

ব্যাপিয়া সমস্ত বিশ্বে

দেখো তারে সর্বদৃশ্যে

বৃহৎ করিয়া ।

জীবনের ধূলি ধুয়ে

দেখো তারে দূরে থুয়ে

সম্মুখে ধরিয়া ।

পলে পলে দণ্ডে দণ্ডে

ভাগ করি খণ্ডে খণ্ডে

মাপিয়ো না তারে ।

থাক্‌ তব ক্ষুদ্র মাপ

ক্ষুদ্র পুণ্য ক্ষুদ্র পাপ

সংসারের পারে ।

আজ বাদে কাল যারে

ভুলে যাবে একেবারে

পরের মতন

তারে লয়ে আজি কেন

বিচার-বিরোধ হেন ,

এত আলাপন ।

যে বিশ্ব কোলের’পরে

চিরদিবসের তরে

তুলে নিল তারে

তার মুখে শব্দ নাহি ,

প্রশান্ত সে আছে চাহি

ঢাকি আপনারে ।

খুঁজে ফিরি অশ্রুজলে —

কোন্‌ অঞ্চলের তলে

নিয়েছে সে বেঁধে ।

ছুটিয়া মৃত্যুর পিছে ,

ফিরে নিতে চাহি মিছে ,

সে কি আমাদের ?

পলেক বিচ্ছেদে হায়

তখনি তো বুঝা যায়

সে যে অনন্তের ।

চক্ষের আড়ালে তাই

কত ভয় সংখ্যা নাই ,

সহস্র ভাবনা ।

মুহূর্ত মিলন হলে

টেনে নিই বুকে কোলে ,

অতৃপ্ত কামনা ।

পার্শ্বে বসে ধরি মুঠি ,

শব্দমাত্রে কেঁপে উঠি ,

চাহি চারিভিতে ,

অনন্তের ধনটিরে

আপনার বুক চিরে

চাহি লুকাইতে ।

হায় রে নির্বোধ নর ,

কোথা তোর আছে ঘর ,

কোথা তোর স্থান ।

শুধু তোর ওইটুকু

অতিশয় ক্ষুদ্র বুক

ভয়ে কম্পমান ।

ঊর্ধ্বে ওই দেখ্‌ চেয়ে

সমস্ত আকাশ ছেয়ে

অনন্তের দেশ —

সে যখন এক ধারে

লুকায়ে রাখিবে তারে

পাবি কি উদ্দেশ ?

ওই হেরো সীমাহারা

গগনেতে গ্রহতারা

অসংখ্য জগৎ ,

ওরি মাঝে পরিভ্রান্ত

হয়তো সে একা পান্থ

খুঁজিতেছে পথ ।

ওই দূর-দূরান্তরে

অজ্ঞাত ভুবন- ‘ পরে

কভু কোনোখানে

আর কি গো দেখা হবে ,

আর কি সে কথা কবে ,

কেহ নাহি জানে ।

যা হবার তাই হোক ,

ঘুচে যাক সর্ব শোক ,

সর্ব মরীচিকা ।

নিবে যাক চিরদিন

পরিশ্রান্ত পরিক্ষীণ

মর্তজন্মশিখা ।

সব তর্ক হোক শেষ ,

সব রাগ সব দ্বেষ ,

সকল বালাই ।

বলো শান্তি , বলো শান্তি ,

দেহ-সাথে সব ক্লান্তি

পুড়ে হোক ছাই ।

মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস/ ক্যাপশন

ফেসবুকে আমরা অনেক কিছুই শেয়ার করে থাকি যা করা ঠিক না। মৃত্যু নিয়ে যদি স্ট্যাটাস লিখি তাহলে সেটা মানুষের সাথে আপনার ও উপকার হবে। মৃত্যুর স্ট্যাটাস পড়ে যদি কেউ হেদায়েত প্রাপ্ত হলে আপনার ও সোওয়াব হবে।  চেষ্টা করবেন মৃত্যু নিয়ে ক্যাপশনদিতে।

মৃত্যু নিয়ে কিছু কথা

কিছু কথা মৃত্যু নিয়ে বলা হচ্ছে দেখে নিন। মৃত্যু নিয়ে কিছু কথা যদি জেনে নিন। আপনাদের মনকে নরম করতে এবং পরকালের কথা ভাবতে বাধ্য করবে। জেনে নিন মৃত্যু নিয়ে কিছু কথা-

শেষ কথা

মৃত্যু নিয়ে কবিতা,মৃত্যু নিয়ে উক্তি, স্ট্যাটাস সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। মৃত্যু নিয়ে যদি উক্তি গুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট এ জানান। আপনি চাইলে ফেসবুকে শেয়ার করে অন্যদের উপকৃত করতে পারেন।

About Beginer Studio 180 Articles
Hey! This is Beginer Studio. Thanks for visiting us. We always try to deliver you the best status, quotes and many other tips or tricks. Follow us on social media to stay connected :)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*