বাংলা মুভি : New bangla movie 2022

বাংলা মুভি

বাংলা মুভি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই পোষ্ট এ। বাংলা মুভির যাত্রা এবং এর উত্থান পতন new bangla movie, bangla film, bangla movie, bangla movies, shakib khan sobi, bangl movi, new movie bangla ইত্যাদি সম্পর্কে A to Z জানবেন। 

তো চলুন যেনে নিই সোনালী সেই সময় থেকে আজকের আধুনিক বাংলা সিনেমার পদ যাত্রা। 

বাংলা মুভি

বাংলা মুভি ‘র ইতিহাস

Bangla movie বাংলা মুভি এর ইতিহাস ১০০ বছরের বেশি পুরনো। প্রথম বাংলা মুভি মুক্তি পায় ১৯১৯ সালে যার নাম ছিল বিল্বম মঙ্গল (Billwamangal)। এবং প্রথম স্বাধীন বাংলাদেশী মুভি হচ্ছে “ওরা ১১ জন”। স্বাধীনতার আগেও অনেক মুভি মুক্তি পায় কিন্ত তখন তো পাকিস্তান এর রাজত্ব ছিল। জীবন থেকে নেওয়া সেই সময়ের মুভি অর্থাৎ ১৯৭১ এর আগের। 

প্রথম বাংলা মুভি বিল্বম মঙ্গল
বিল্বম মঙ্গল (Billwamangal)

একই ভাবে হলিউডের দিকে তাকালে দেখা যায় তাঁরা ১৯০৮ সাল থেকে মুভি বানিয়ে আসছে। আজকে হলিউড এর মুভি নিয়ে কোন কথা হবে না। আজ শুধু বাংলা মুভি, তবে আপনারা চাইলে হলিউডের উপর বিস্তারিত বর্ণনা নিয়ে আসব। 

 ১৯১৯ থেকে ২০২২ পর্যন্ত বাংলা সিনেমার অর্জন একদম ফেলে দেওয়ার মতো নয়। সেই সময় থেকেই আমাদের মনের খোরাক জুগিয়ে আসছে বাংলা সিনেমা । বর্তমানে কিছু দিন থেকে ইন্টারনেটের প্রসারের কারনে আমরা বাংলা মুভি কে অবহেলা করছি। কেননা যুগের সাথে তাল মিলিয়ে চলতে bangla film অনেকটাই ধীর ছিল। 

New bangla movie

বাংলা সিনেমার শুরু টা বেশ আকর্ষণীয় থাকলেও new bangla movie তে তেমন কোণ উন্নতি দেখা যায় না। যার ফলে যখন বাংলীরা ইন্টারনেটের মাধ্যমের বিশ্বের সেরা মুভি গুলোর সাথে যখন পরিচিত হয় । তাঁরা আর বাংলা মুভি দেখতে চায় না। কেননা দর্শকদের চাহিদা ছিল একরকম কিন্ত মুভি বানানো হতো পুরনো স্টাইলে। যার ফলে সিনেমা হল গুলো শূন্য হতে থাকে।

New bangla movie
New bangla movie

কিন্ত এরই মধ্যে কিছু ব্যতিক্রম ধর্মী মুভি মুক্তি পায় যা দর্শক মনে বেশ সাড়া ফেলে। উদাহরণ হিসাবে বলা যায়-

  1. ঢাকা এট্যাক
  2. আয়নাবাজি
  3. শিকারী
  4. সত্তা
  5. নবাব
  6. পাসওয়ার্ড

এই মুভি গুলো বাংলা মুভির প্রতি দর্শকদের দৃষ্টি ভংগি বদলে দিয়েছে। সেই সাথে new movie bangla তে বড় অবদান রেখেছে কলকাতা বাংলা মুভি গুলো। ভারতীয় বাংলা মুভির অবস্থা বাংলাদেশের মুভি গুলোর মতোই ছিল। কিন্ত তাঁদের মুভি গুলো বাংলাদেশেও ছিল সমান তালে জন প্রিয়। বড় বউ, মেজ বউ, ছোট বউ, বারুদ, মস্তান ইত্যাদি মুভি গুলো হাজার বার করে আমি নিজে দেখেছি ডিভিডি প্লেয়ার এ।

 আমার প্রিয় মুভি কোনটি যদি জিজ্ঞাস করেন, আমার পক্ষে বলা কঠিন হয়ে যাবে। যখন ইন্টারনেট ছিলনা ডিভিডি প্লেয়ার এ সারা দিন মুভি দেখতাম। বেদের মেয়ে জোসনা থেকে শুরু করে হ্যারিপটার, ভেন হ্যালসিং, আলিফ লায়লা , মেঘাইভার ইন্টারনেট আসার আগেই শেষ করে ফেলেছি। এখন তো যখন ইচ্ছা যে মুভি দেখা যায়, করোনায় কলেজ বন্ধ থাকায় গত ৩০ দিনে প্রাই ১০০ মুভি দেখেছি।

আমার প্রিয় মুভি এর তালিকা বেশ আকর্ষণীয়। আমি মনে করি আমার থেকে বেশি মুভি কেউ দেখেনি। কেননা এমনও দিন আছে ৩-৪ টা মুভি দেখে থাকি যা অবিশ্বাস্য! তাই আমি মুভি লিস্ট দিলে অবশ্যয় আপনার ভালো লাগবে। এই বিষয়ে জানতে চাইলে কমেন্ট এ জানাতে পারেন। 

কেন bangla movies দেখবেন

আমার জোর করার কোন কারন নেই bangla movies দেখানোর জন্য। আপনার যেমন মুভি পছন্দ আপনি দেখবেন। কিন্ত বাংলা মুভি কে এগিয়ে নিতে আমাদের বাংলা মুভিকে সাপোর্ট করা উচিত। যত মুভি পুরনো আঙ্গিকে হবে সেগুলো থেকে দূরে থাকুন । 

এবং বিগ বাজেটের কোয়ালিটি ফুল বাংলা মুভি গুলোর প্রশংসা করুন। যেন থার্ড ক্লাস মুভি মুক্তিই না পেতে পারে। সুস্থ সুন্দর বাংলা মুভি দেখুন এবং অন্যকে উৎসাহিত করুন। বাংলা মুভি সম্পর্কে আরো বিস্তারিত জানতে Beginer Studio কে ফলো করুন। ধন্যবাদ!

About Beginer Studio 199 Articles
Hey! This is Beginer Studio. Thanks for visiting us. We always try to deliver you the best status, quotes and many other tips or tricks. Follow us on social media to stay connected :)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*