অভিমান মুভি লিংক ডাউনলোড ২০২২

অভিমান মুভি লিংক
অভিমান মুভি লিংক ডাউনলোড

অভিমান মুভি লিংক চাচ্ছেন যেন ডাউনলোড করতে পারেন? তবে আপনি একদম সঠিক যায়গায় এসেছেন। আপনি কোন ঝামেলা ছাড়াই অভিমান মুভি লিংক পেয়ে যাবেন।

তো চলুন দেখে নিই কিভাবে অভিমান মুভি লিংক পেতে পারেন।

অভিমান মুভি লিংক

অভিমান মুভি লিংক

অনেক আগেই অভিমান মুভি মুক্তি পেলেও আজকেও মানুষ এই মুভি দেখতে চায়। জিতের একটি চির সবুজ মুভির নাম অভিমান। অনেক বার হয়ত আপনি অভিমান মুভি টিভিতেও দেখে থাকবেন। তার পরেও যেহেতু অভিমান মুভি লিংক চাচ্ছেন, তখন নিয়ে যান।

মুভিটি ডাউনলোড করার ব্যপারে আপনাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনারা জানেন আমাদের সাইট থেকে কোণ প্রকার মুভি দেওয়া হয় না। কেননা আমরা কোন প্রকার বে আইনি কাজ কে সমর্থন করি না।

তাহলে কীভাবে অভিমান মুভি লিংক পাবেন? হয়ত আপনি জানেন যে এই মুভিটি ২০১৬ সালে মুক্তি পায়। এত দিনে বিভিন্ন মাধ্যমে ফ্রি তেই দেখতে পারবেন। সময়ের সাথে সাথে প্রোডাকশন কোম্পানি মুভির স্বত্ত্ব OTT Platform, টিভি চ্যানেল গুলোকে দিয়ে দেয়। স্বত্ব পাওয়ার পর সে যে কাউকে মুভি দিতে পারে। এমনি একটী সোর্স থেকে অভিমান সিনেমা দেখতে পারবেন আজকে।

Disclaimer/সতর্কতা

আমাদের কোন সার্ভারে আমরা মুভি হোস্ট করি না। এবং বে-আইনি মুভি হোস্টকে আমরা নিন্দা করি। এখানে দেওয়া লিংক গুলো আপনাকে ৩য় পক্ষের ওয়েবসাইট এ নিয়ে যেতে পারে তাই সাবধান।

We don’t host any movies on our servers. Also, we hate hosting any movie illegally. All links given there will redirect you to the 3rd party websites, so be careful!

অভিমান মুভির চরিত্র গুলো

একনজরে অভিমান মুভির প্রধান চরিত্র গুলো দেখে নিই-

  • অভিনেতা- জিত, শুভশ্রী, সায়ন্তীকা।
  • পরিচালক – রাজ চক্রবর্তী
  • মুক্তি – ৬ অক্টোবর ২০১৬
  • সুরকার – শুদ্ধ রায়

অভিমান মুভিটি জিতের অসাধারন একটি মুভি। আপনি যদি বাংলা সিনেমা ভালোলেগে থাকলে এই মুভি টি দেখতে পারেন। পুরনো হলেও আপনার মন ছুঁয়ে যাবে। রোমান্টিকতার সাথে সাথে এইমুভিতে আপনি পেয়ে যাবেন সেরা একশন সিন্স।

এই মুভির কালেকশন আপনাকে অবাক করবে। ২০১৬ সালের এই মুভিটির চমৎকার ভাবে পরিচালনা করেছে রাজ চক্রবর্তী। সেই সাথে অভিমান মুভিতে বেশ সুন্দর গান রয়েছে। মধুর সংগীত পরিচালনা করেছেন শুদ্ধ রায়।

শুদ্ধ রায় তাঁর অসাধারন গলার সুর দিয়ে নতুন প্রান দিয়েছে এই মুভিকে।

উপসংহার 

তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি অভিমান মুভি লিংক পেয়ে গেছে। ডাউনলোড করে নিন অভিমান মুভি লিংক থেকে।

About Beginer Studio 199 Articles
Hey! This is Beginer Studio. Thanks for visiting us. We always try to deliver you the best status, quotes and many other tips or tricks. Follow us on social media to stay connected :)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*