
We try to do something regularly to listen to our romantic love stories or to be interested, like love quotes nowadays from far away i.e. foreign women or young girls listen to love quotes romantic status and they fall under our spell. So establishing ourselves these days we stand beside them with the pull of love in which we go to different places and live a happy life with them takes place in our hearts. By doing so, we can get rid of many kinds of problems to have them by our side wherever we go and it will be seen that the romantic story that we see many shadows of love will end like light in an instant. Our romantic love so we are well.
যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ
থেকে দুষ্টু এই মন চায়, আরো বেশি
পেতে। কি জানি তোমার মধ্যে কি আছে
কেনো যে মন চায় তোমাকে আরো
বেশি করে কাছে পেতে।
কত যে সপ্ন তোমায় বসে আছি তাই নদীর তীরে
আমার হবে সব সময় পাশে রবে ঘিরে তুমি শুধুই।
মেঘনা মনের নীল সাগরে উথাল পাথর ঢেউ
হৃদয় নীড়ে দিচ্ছে দোলা ভালোবাসার কেউ।
আড়াল থেকে ডাকছে আমায় কাছে আসে না
স্বপ্নের মাঝে খুঁজি তারে ধরা দেয় না।
তোমার মন দুয়ারে তাকাই বারে বারে
দেখি স্বপ্নেরা ফিরে ফিরে আসে,
দুঃখ সুখের নায়ে আজ পাল উড়িয়ে
মন দুলে যায় আনন্দ বিলাসে।
সোনায় যেমন একটু পানি
মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না
সেইরকম ভালবাসার সঙ্গে একটু ভক্তি
সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না ও শ্রদ্ধা না মিশালে।
ফুল যদি লাল হয় মেঘ হয় কালো
পাখি যদি গায় গান সূর্য দেয় আলো
তুমি যদি আমার হও বাসবো অনেক
ভালো চুপ করে থেকো না কেমন আছো বলো?
ভোরের মিষ্টি রোদের আলো মিছ কল
দিও, ক্লান্ত দুপুরে মনে পরলে এসএমএস
করিও, গভীর নিঝুম রাতে যদি ভয়
লাগে তবে ফোন কর ভূতের গল্প শুনাব কেমন!!
আমায় ছেড়ে যেওনা দূরে তো আসো
আদর করে আমায় তুমি ভালো তো বাসো
ভালোবাসার নাম টি নিয়ে থাকবো চিরকাল
মনের খাতায় চিঠি লিখবো সকাল ও বিকাল
বাতাসে মিশে গেছে কতো সুরের গান
সেই গানেতে লুকিয়ে আছে আমার এই
তোমার কথা বলি বার বার প্রাণ গানের সুরে
যে আমার আমি যে তোমার একটি জীবন একটি প্রাণ তুমি।
আাকাশের বুকে যেন জল ছবি এঁকে যায়।
তুমি হাসলে বুঝি মনে হয়,
স্বপ্ন আকাশে পাখি ডানা মেলে দেয়!!
Looking at the situation in the country, we can see a lot of things. We grow love without doing anything and we have a big dream to live a happy life in the expatriate life. And to achieve that dream, we have to deal with various problems. Capricorn, separate from the mind, has created a desire to live, otherwise what is the point of my life so we can get rid of this danger through which a beautiful place to make a good love is created. So we trust in our love that love will always take its rightful place in each other if both of us have the same faith and we will not mess with romantic love where it will gradually become incomplete. So we should continue to try to create love in romantic stories in the right way.
Leave a Reply