
সময় নিয়ে উক্তি,সময় নিয়ে স্ট্যাটাস,সময় নিয়ে কবিতা,সময় নিয়ে কিছু কথা র সংগ্রহে আপনাকে স্বাগতম। এই স্ট্যাটাস গুলো যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন
সময় নিয়ে উক্তি, সময় নিয়ে স্ট্যাটাস, সময় নিয়ে কবিতা এবং সময় নিয়ে কিছু কথা’র বিশাল সংগ্রহে আপনাকে স্বাগতম। ইংরেজীতে বলা হয় “Time is money” অর্থাৎ সময় ই টাকা! অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসের মত সময় নিয়েও বিখ্যাত ব্যক্তি গন অনেক উক্তি রেখে গেছেন।
আজকে আমরা সময় নিয়ে তাঁদের রেখে যাওয়া বিখ্যাত কিছু স্ট্যাটাস কবিতা এবং কিছু কথা নিয়ে আলোচনা করবো। আর দেরি না করে চলুন শুরু করি সময় নিয়ে কিছু কথা
Table of Contents
সময় নিয়ে উক্তি
সময় নিয়ে উক্তি গুলো দেখে নিই
- বড় হতে হলে সবার প্রথমে সময় এর মূল্য দিতে হবে- ডিকেন্স
- সময় চলে যায় না, আমরা চলে যাই- অস্টিন ডবসন
- সময় যায় না, সময় নিয়ে আসে অভিজ্ঞতা। আর অভিজ্ঞতার নিজ মূল্য রয়েছে- বায়েজীদ বোস্তামী
- কোন কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না, যদি তোমার কাছে কিছু গুরুত্ব থাকে তাহলে অন্যকাজ বাদ দিয়ে সময় বের করে নাও- চালস বক্সটন
- সময় হচ্ছে সত্যের জনক, আর এর মা হচ্ছে আমাদের মন- জীওদানো বুনরো
- সময়ানুবরতিতা হচ্ছে বিরক্তি কর একটি গুণ- এলভিন ওয়া
- কাজ অনেক কঠিন, চিত্ত বিনোদন প্রচুর আর সময় অনেক কম- অ্যাডাম হোচ সাইল্ড
- আমরা অনেক বেশি চাই সেটা হচ্ছে সময়, কিন্ত এর ব্যবহার সবচেয়ে খারাপ ভাবে করি- উইলিয়াম পেন
সময় নিয়ে স্ট্যাটাস
সময় নিয়ে স্ট্যাটাস গুলো আপনাকে সময় এর প্রতি আপনাদকে শ্রদ্ধা সৃষ্টি করবে। সময় নিয়ে এই উক্তি জ্ঞানী ব্যক্তিগত তাদের জীবন চলাচলের উপর বা তারা কীভাবে সময় গুলো ব্যবহার করতো তার উপর ভিত্তি করেই লিখে গেছেন। যেহেতু তারা জীবনে সফল ছিলেন তাই তাদের উক্তি গুলো আমাদের সঠিক পথ দেখাতে পারে।
- দুঃসংবাদ হলো সময় উড়ে আর সু-সংবাদ হলো তুমি তার পাইলট- মিখা এল আলট্রা হুসলার
- তুমি যা কিছু খরচ করো সময় তার মধ্যে সবচেয়ে দামী- গ্রিক দার্শনিক
- যারা সময় সঠিক ভাবে ব্যবহার করতে পারে না তারাই সময় নিয়ে অভিযোগ করে- ফ্রেঞ্চ দার্শনিক
- আমার সময় নেই, হলো “আমি করতে চাই না” কথাটি ঘুরিয়ে বলা- লাও ঝু
- সময় আসবে আবার চলে যাবে, সে যখন থাকবে তখন তার কাছে যা চাইবে তাই পাবে- বিখ্যাত
- সময় = জীবন, সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা। সময় কে কাজে লাগাও জীবন অর্থ পূর্ণ হবে- এয়ালান লাইকেন
- বেশির ভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করতেই সময় নষ্ট করে, সেই সময় কাজে লাগালে সমস্যা নিজেই সমাধান হয়ে যেত
- সাধারন মানুষ সময় কাটানোর চেষ্টা করে অসাধারণ মানুষ সময় কাজে লাগানোর চেষ্টা করে
সময় নিয়ে ইসলামিক উক্তি
সময় নিয়ে ইসলামে কড়া বাঁধা নিষেধ রয়েছে। যে সময় নষ্ট করে তাকে অপচয়কারী বলা হয়। আর অপচয়কারী শয়তানের বন্ধু। তো চলুন দেখে নিই সময় নিয়ে ইসলামিক উক্তি গুলো
- প্রতিটি মানুষ কাজের ফল পাবে যা সে নিয়ত করেছে – বুখারী শরীফ
- তোমাদের মধ্যে সবোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো- বুখারী শরীফ
- একজন মুসলমান যদি একটি গাছ লাগায় এবং মানুষ বা পশু পাখি সেটা থেকে ফল খেলে তা সদকা হিসাবে গন্য হয়- মুসলিম
আরও পড়ুন–
- শিক্ষা মূলক ফেসবুক স্ট্যাটাস
- ইসলামিক ফেসবুক স্ট্যাটাস
- অহংকার নিয়ে উক্তি, বানী, স্ট্যাটাস, পিক ২০২২
- বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা: ভালবাসা দিবস sms,কবিতা,পিকচার,স্ট্যাটাস 2022
সময় নিয়ে কবিতা
কবিতা সর্বদা জ্ঞান চর্চার অন্যতম মাধ্যম। সময় সম্পর্কে তাই অনেক কবিতা রয়েছে। সময় নিয়ে এই কবিতা গুলোও আমাদের সতর্ক হতে সাহায্য করবে।
সময়
– কাল্পনিক অমিত (নীল)
টিক টিক করে সে এগিয়ে চলেছে,
কখন যে সে একটু থমকে দাড়াবে!
সে কি কখনও থামবে না?
সবাই তো চলার পথে একটু থমকে দাড়ায়।
মাঝে মাঝে তার জন্য বড় কষ্ট হয়,
সে থামে না কখনও,
শুধু তার পিছে ছুটে চলা জীবন ভর-
কোন অবকাশ নেই যে তার।
তার পিছে ছুটটে ছুটটে সবাই ক্লান্ত হয়-
তবু সবাই ক্লান্ত পথে ছুটে চলে!
আমিও ছুটে চলি শুধু তার পিছে,
কেন সে থমকে দাড়ায় না একটু সুখের মাঝে?
না না সে থামে না-
জীবনের ডুব সাতারেও তার পিছে চলা,
কত সুখ কত দুঃখ সবই থাকে তার মাঝে,
থামে না কখনোই সে সুখে হোক বা দুঃখে!
জানি আমি এই ছুটে চলার পথে-
ক্লান্ত হবে যখন মন সেও থামবে না,
হয়তো ক্লান্ত আমিই ঘুমিয়ে যাবো-
কোন এক পথের বাঁকে, শুধু থামবে না সে!
দুরন্ত কোন এক গতিতে-
দুরন্ত কোন জীবনে সে উপস্থিত হবে।
সে জীবনও সে ক্লান্ত করে তুলবে,
তাকেও সে ফেলে যাবে স্বার্থপরের মতো।
কেন সে একটু থমকে দাড়ায় না?
সে কি ক্লান্ত হয় না কোন এক মুহূর্তেও!
যখন তার মাঝে অবস্বাদ আসে,
ক্লান্ত হয়েও সে কি করে ছুটে চলে?
ঘুম ঘুম চোখে ক্লান্ত আমি-
টিক টিক করে শুধু তুমিই অবিরাম ছুটে চল!
যখন দেখি তুমি অনেক দূর-
কেন জোর করে আবার তোমার পিছে চলা?
এতো স্বার্থপর কেন সে?
জীবনের শুরু থেকে ছোটা তার পিছে,
কখনও শেষ হয় না সে পথ চলা,
শেষ বারের মতো ঘুমিয়ে পড়ার আগে!
সময় তুমি এমন কেন?
কেন তোমার এই ছুটে চলা?
কেন এতো খেলা আমাকে নিয়ে?
কেনই বা অসময়ে ফেলে চলে যাও আমায়?
আজ তুমি আমায় ছেড়ে বহুদূরে-
অনেক দূরে চলে গেছ তুমি,
জানি আর কখনোই যেতে পারবো না আমি,
কি ক্ষতি হতো যদি একটু অপেক্ষা করতে?
না না তোমাকে অপেক্ষা করতে বলব না,
কেউ হয়তো তোমারই অপেক্ষায় আছে!
পুরনো সঙ্গী ফেলে নতুনে তোমার সুখ,
তুমি চলে যাও দূর বহুদূর।
আমি এখন বড় ক্লান্ত-
ছায়া ঘেরা এই পথের পাশেই বসবো আমি!
এখানেই সুখের আবেশে হয়তো ঘুমাবো,
শুধু অনুরোধ স্মৃতি করে রেখ আমায়, তোমার স্মৃতির পাতায়।
কপিরাইট @ বাংলার কবিতা
সময় নিয়ে কিছু পিকচার স্ট্যাটাস






সময় নিয়ে কিছু কথা
সময় নিয়ে কিছু কথা না বললেই নয়। সময় এমন টি আল্লাহর রহমত যার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যারা সময় এর সঠিক ব্যবহার করতে পারবে তারাই জীবনে সফলতার চরম শিখরে উঠতে পারবে।
তাই সময় নিয়ে কিছু কথা জানা ও মানা উচিত। আমরা সবাই এই প্রবাদ জানি যে সময় গেলে সাধন হবে না। অর্থাৎ সময় এর কাজে সময় এ করতে হবে। কথাই আছে সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়। আমরা সকলেই তাই সময় এর কাজ সময় এ করার চেষ্টা করবো। সফলতা নিজেই ধরা দেবে।
আশা করি সময় নিয়ে উক্তি গুলো আপনার ভালো লেগেছে। অন্য কোন বিষয় এ লিখাতে চান তা কমেন্ট এ জানাতে পারেন।
Leave a Reply