
মানুষ এর জানার ক্ষুধা মৃত্যুর আগে শেষ হবে না। ফুল নিয়ে আপনাদের কৌতুহল মেটাতে আমরা যথা সম্ভব চেষ্টা করবো এই সিরিজে। সেই ধারাবাহিকতায় আজকে দেখতে পারবেন টগর ফুলের ছবি, টগর ফুলের কবিতা,টগর ফুলের কাটিং, টগর ফুলের বৈশিষ্ট্য ইত্যাদি।
সেরা সব টগর ফুলের ছবি এবং তথ্যের সমারহ দেখতে পারবেন আজকের এই পর্বে। তো চলুন শুরু করি টগর ফুলের ছবি দিয়ে-

Table of Contents
টগর ফুলের ছবি
আমি সত্যিই অবাক হয়েগেছি টগর ফুলের ছবি এর চাহিদা দেখে। প্রায় ৫০০ মানুষ প্রতি মাসে টগর ফুলের ছবি লিখে সন্ধান করে থাকেন। আশা করি আপনিও তাঁদের মধ্যে একজন।
আপনারা দেখতে চাইবেন আর আমি সেখানে হাজির হব না সেটা হতে পারে না। পুরো ইন্টারনেট থেকে সংগ্রহিত সেরা টগর ফুলের ছবি দেখতে পারবেন আমাদের Beginer Studio তে। টগর ফুলের ছবির সাথে টগর ফুলের গাছ কোথায় পাবেন ইত্যাদি সকল উত্তর পাবেন নিচের দিকে, তাই ধৈর্য ধরে পড়তে থাকুন।
টগর ফুলের বৈশিষ্ট্য
বিচিত্র বৈশিষ্ট্য লক্ষ করা যায় টগর ফুলের মধ্যে। একই সাথে কোন ফুলে গন্ধ থাকে আবার কোন টাতে ঘ্রাণ নেই। প্রাকিতিক ভাবেই টগর ফুলের বৈশিষ্ট্য এমন । টগর ফুল সাধারনত দুই প্রকার হয়-
- একক টগর ফুল
- গুচ্ছ টগর ফুল
গুচ্ছ টগর ফুল গুলো সাধারন ছোট ছোট হয়ে থাকে এবং একসাথে অনেক গুলো থাকে। অপর দিকে একক টগর গুলো বড় আকৃতির হয়ে থাকে। ছোট বড় দুটি টগর ফুল দেখতে অসাধারন সুন্দর।
টগর ফুলের কবিতা
টগর ফুলের কবিতা গুলো মনোরোম হয়ে থাকে। কবিগন বর্ষার মুগ্ধতায় টগর ফুল নিয়ে কবিতা লিখে গেছেন। দুধ সাদা টগর ফুলের মধ্যে তাঁরা তাঁদের প্রিয়সীর চেহারা কে দেখতে পেয়েছেন। তাই আপনাদের টগর ফুলের কবিতা দেখা উচিত।
টগর ফুলের কবিতা গুলো সাদা সরল হয়ে থাকে। এখানে একটি টগর ফুলের কবিতা দেওয়া হলো। যদি নিচে দেওয়া টগর ফুলের কবিতা পড়ার সময় কারোর চেহারা চোখের সামনে ভেসে উঠে তাকে মনের কথা বলে দিতে দেরি না করাই ভালো 🙂
দেখে নিন-
- পলাশ ফুল এর ছবি
- জুঁই ফুলের ছবি
- ডালিয়া ফুলের ছবি
- অপরাজিতা ফুল
- Imo profile pic-ইমো প্রফাইল পিক ডাউনলোড
- Porda kora profile pic-পর্দা করা প্রোফাইল পিক
- বোরকা পরা প্রোফাইল পিক
- ভালবাসা দিবসের পিকচার
- কালো গোলাপ ফুলের ছবি
টগর ফুলের পাতার উপকারিতা
শুদু দেখতেই নয় টগর ফুলের পাতার উপকারিতা রয়েছে অনেক। ঔষধি গুনে সম্পন্ন টগর ফুলের পাতার উপকারিতা অনেক।
শুধু টগর ফুলের পাতা নয়, টগর ফুলের শেকড়ও ঔষধি গুণ সম্পন্ন। টগরের তেঁতো শিকড় কৃমি এবং চুলকানি নাশক হিসাবে কাজ করে। গরমের দিনে টগর কাঠের গুড়ো গায়ে মাখলে অনেক উপকার হয়।
টগর ফুলের কাটিং
টগর ফুলের কাটিং অথবা ডাল থেকে চারা বা কলম তৈরি করা খুবই সহজ। আপনারা কিছু সহজ স্টেপ ফলো করে টগর ফুলের কাটিং করতে পারেন।
থিয়োরিটিক্যালি টগর ফুলের কাটিং বুঝানো মুশকিল। তাই আপনারা যেন ভালো ভাবে কলম তৈরি করতে পারেন তাই নিয়ে এলাম একটি সেরা টগর ফুলের কাটিং ভিডীও। আশা করি এটির মাধ্যমে আপনি টগর ফুলের কান্টিং এর প্রপার জ্ঞান পাবেন।
টগর ফুলের রং কি
টগর ফুলের রং দুধের মত সাদা হয়ে থাকে, অনেকে একে দুধ সাদাও বলে থাকে। আমাদের সিলেট অঞ্চলে টগর ফুল দুধ ফুল হিসাবে পরিচিত।
টগর ফুল কখন ফোটে
এই প্রশ্ন সকলের মনেই থাকে যে টগর ফুল কখন ফোটে। এক কথায় বললে টগর ফুল বর্ষাকালে ফুটে থাকে। এমনকি বর্ষাকালে যদি টগর ফুলের ডাল মাটিতে রোপন করা হয় সেখান থেকে গাছ হয়ে থাকে!
টগর ফুল in english
টগর ফুল কে english এ Tabernaemontana (টাবেরনেমন্টেনা) বলা হয়ে থাকে।









Nice
Nice