ভোটার তালিকা ডাউনলোড|কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব বাংলাদেশ

ভোটার তালিকা ডাউনলোড ২০২২

ভোটার তালিকা ডাউনলোড করা খুবই দরকার বিশেষ করে নির্বাচনের সময়। কেননা শুধু মাত্র এর মাধ্যমেই জানা যায় কে কে ভোট প্রদান করতে পারবে আর কে পারবে না। ভোটার তালিকা কোথায় পাব,কীভাবে ডাউনলোড করবো ইত্যাদি অনেক প্রশ্ন সবার মনে ঘুরাঘুরি করছে। চিন্তার কোন কারন নেই  ছবিসহ ভোটার তালিকা ডাউনলোড pdf করার সবচেয়ে সেরা উপায় আপনাদের সাথে শেয়ার করবো। 

নির্বাচনী সময়ে আপনার ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা সহ ডাউনলোড করতে পারবেন। আমরা সকলেই এর গুরত্ব সম্পর্কে অবগত। তাই চলুন দ্রুততার সাথে জেনে নিই ভোটার তালিকা কোথায় পাব। 

ভোটার তালিকা ডাউনলোড 

ইন্টারনেটে অনেক গুজব ছড়িয়ে আছে votar talika download নিয়ে। অনেকেই না জেনেই ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। এখানে আপনাকে একদম সহজ এবং কার্যকরী উপায় শেয়ার করা হবে। ছবি সহ ভোটার তালিকা ২০২১ পাওয়ার জন্য আমাদের বলা স্টেপ গুলো অনুসরন করুন। 

বিভিন্ন মাধ্যমে ভোটার এলাকার নাম ও নাম্বার জানা যায়। কোন প্রকার টাকা খরচ ছাড়াই ঘরে বসে ভোটার লিস্ট পেয়ে যেতে পারেন। 

ভোটার তালিকা ডাউনলোড বাংলাদেশ

কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব বাংলাদেশ

আমারা জানি ভোটার তালিকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। শুধু মাত্র জন প্রতিনিধি যেমন চেয়ারম্যান, মেম্বার, মেয়র, মহিলা মেম্বার ইত্যাদি লোকের কাছেই ভোটার তালিকা থাকে। কিন্ত অনেক ইউনিয়ন পরিষদ নিয়মিত votar list অনলাইন এ আপলোড এবং হালনাগাদ করে থাকেন। আপনার এলাকায় যদি এমন হয়ে থাকে তাহলে এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন। 

ভোটার তথ্য সম্পর্কে বিস্তারিত যানতে Nid Gov BD তে ভিসিট করুন !

আর যদি ইউনিয়ন পরিষদ এর ওয়েবসাইট এ ভোটার তথ্য না পেয়ে থাকেন। তাহলে নিচে দেখে নিন-

বাংলাদেশের ভোটার তালিকা দেখার উপায়

যে কয়টি উপায়ে সহজেই votar list Bangladesh দেখতে পারবেন-

  • অনলাইনে ডাউনলোড
  • জনপ্রতিনিধির কাছ থেকে সংগ্রহ
  • উপজেলা অফিস থেকে সংগ্রহ
  • ভোটার তালিকার CD ক্রয় করা

অনলাইনে ভোটার তালিকা ডাউনলোড

অনেকেই বলে থাকেন যে ভোটার তালিকা অনলাইনে ডাউনলোড করা সম্ভব না। এই তথ্য আংশিক সত্য কিন্ত পুরোটা নয়। অর্থাৎ ডাউনলোড করা সম্ভব। বাংলাদেশের ভোটার তালিকা দেখার উপায় ভিডিওর মাধ্যমে নিচে তুলে ধরা হলো-

প্রথমে জাতীয় তথ্য ভান্ডার এ ভিজিট করুন, এর পর-

এখানে অনলাইনে ছবিসহ ভোটার তালিকা ডাউনলোড pdf করার পদ্ধতি দেখানো হয়েছে। আপনার ওয়ার্ড ভিত্তিক ভোটার লিস্ট ডাউনলোড করতে না পারলে । নিচের উপায় গুলো থেকে সংগ্রহ করে নিন।

জনপ্রতিনিধির কাছ থেকে সংগ্রহ

খুব সহজেই জনপ্রতিনিধির কাছ থেকে ভোটার লিস্ট সংগ্রহ করা যায়। আপনার এলাকার চেয়ারম্যান/মেম্বার/মহিলা মেম্বার যেকোন একজনকে বললেই পেয়ে যাবেন। চাইলে তাঁর থেকে ভোটার তথ্য নেওয়ার পর ফটোকপি করে রাখতে পারেন। 

অতিরিক্ত কপি আগে থেকেই আপনার এলাকার প্রতিনিধির কাছে আছে। যদি ভোটার লিস্ট এর বাড়তি কোন কাগজ না থাকে, তাহলে সে নিজে থেকেই করে দিবে 🙂 (ভোট লাগবে তো নাকি!)

উপজেলা অফিস থেকে সংগ্রহ

যদি জনপ্রতিনিধি থেকে সংগ্রহ করতে না পারেন তাহলে সরাসরি উপজেলা অফিসে চলে যান। এখানে আপনার ইউনিয়নের বা ওয়ার্ড এর নাম কোন অফিস কর্মীকে বলবেন। বেশিরভাগ সময় তারা আপনাকে ভোটার তালিকা দেখতে সাহায্য করবে। 

ভোটার তালিকার CD ক্রয় করা

ছবিসহ ভোটার তালিকা ডাউনলোড pdf এর অন্যান্য উপায় গুলোর তলনায় CD ক্রয় একটু বড় কাজ। আপনার এলাকার জনপ্রতিনিধি এই উপায়ে ভোটার তালিকা পেয়ে থাকে। যদি একটু কষ্ট করে ভোটার তালিকার CD ক্রয় করেন । তাহলে একদম নতুন বা হালনাগাদ করা ভোটার তালিকা পেয়ে যাবেন। 

ভোটার তালিকার সিডি কেনার জন্য আপনাকে যা করতে হবে

  1. সোনালী ব্যংক এ ৫০০ টাকার ব্যংক-ড্রাফট করতে হবে।
  2. টাকা দেওয়ার তথ্য নিয়ে উপজেলা নির্বাচন অফিসার বরাবর একটি আবেদন করতে হবে।
  3. আবেদন এর সাথে ৫০০ টাকার ব্যংক-ড্রাফট বা চালানের আসল কাগজ সংযুক্ত করতে হবে।
  4. উপরের ধাপ গুলো অনুসরন করে আবেদন মঞ্জুরের অপেক্ষা করতে হবে।

সকল তথ্য ঠিক থাকলে সহজেই আবেদন মঞ্জুর হয়ে যাবে। এর পর নির্বাচন অফিসার সকল ছবি সহ ভোটার তথ্য pdf আকারে একটি CD বা Drive এর মাধ্যমে দিয়ে দিবেন। এর পর আপনার কাজ হবে শুধু প্রিন্ট করে নেওয়া। প্রিন্ট না করতে চাইলে ট্যাবলেট এ পিডিফ ফাইল গুলো ওপেন করে ভোটার তালিকা দেখতে পারেন।

উপরে সকল তথ্য দেওয়া হয়েছে ভোটার লিস্ট ডাউনলোড করার। উক্ত পদ্ধতি ফলো করে সহজেই ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড,ভোটার তালিকা ডাউনলোড pdf চট্টগ্রাম, সব পেয়ে যাবেন। 

Related search tags for this post-

ছবিসহ ভোটার তালিকা ডাউনলোড pdf,

কিভাবে ভোটার তালিকা ডাউনলোড করব বাংলাদেশ,

ভোটার তালিকা ডাউনলোড pdf চট্টগ্রাম,

ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা ডাউনলোড,

ভোটার তালিকা কোথায় পাব,

ভোটার তালিকা দেখা,

ছবি সহ ভোটার তালিকা ২০২১,

ভোটার তালিকা 2021,

About Beginer Studio 199 Articles
Hey! This is Beginer Studio. Thanks for visiting us. We always try to deliver you the best status, quotes and many other tips or tricks. Follow us on social media to stay connected :)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*