
আমাদের সকলের পছন্দের WWE Wrestlemania এর 38 সিজন চালু হতে যাচ্ছে। আমরা প্রায় সকলেই wwe পছন্দ করি। অনেক বার বাড়ির ছোট ভাইদের সাথে Wrestlemania এর প্র্যাকটিস করা হয়েছে। সকল চেষ্টা চাওয়া বাসনার অন্ত ঘটিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে WWE Wrestlemania 38. তো চলুন সংক্ষেপে জেনে নিই কার সাথে কে খেলতে যাচ্ছে, কবে থেকে খেলা শুরু হতে যাচ্ছে ইত্যাদি সকল বিস্তারিত।
WWE Wrestlemania 38
সেই ১৯৮৫ সালের ৩১ মার্চ থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত পুরো দমে চলে আসছে WWE Wrestlemania. নারী-পুরুষ, বাচ্চা সকলের প্রিয় হলো এই শো। প্রত্যেকের রয়েছে প্রিয় তারকা যার সাপোর্টে উৎসাহিত চোখ নিয়ে বসে থাকেন সকলেই। পছন্দের খেলোয়াড়ের গায়ে লাগা ঘুশির ব্যাথা নিজের শরীরে অনুভব করে ভক্ত কূল। অনেকেই ঘড়ে বসে বসে হাই লাইটস দেখতেও পছন্দ করে। এখন থেকে হাইলাইটস দেখার দিন শেষ কেননা চলে এসেছে WWE Wrestlemania 38.

এবারের মাঠ বরাবরের থেকে অনেক বেশি গরম। যারা কোথায় দেখবেন নিয়ে চিন্তিত আছেন তাঁদের উদ্দেশ্যে বলে রাখি শুধু মাত্র আমেরিকায় Peacock নামের একটি চ্যানেল এ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাকি দুনিয়া WWE Network এর মাধ্যমে খেলা দেখতে পারবেন।
এবারের খেলার প্রধান আকর্ষণ হচ্ছে রোমান রেইঞ্জ বনাম ব্রকলেসনার। এছাড়াও WWE Wrestlemania 38 এ বেশ কিছু মিষ্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যেমন-
প্লেয়ার | বনাম | প্লেয়ার |
Ronda Rousey | VS | Charlotte Flair |
Becky Lynch | VS | Bianca Belair |
কোন প্রকার সন্দেহ ছাড়াই বলা যায় যে আগুন বরাবর খেলা হবে। যদি WWE Wrestlemania 38 নিয়ে আরও যানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
Leave a Reply